দামাল ..........শাহ্‌ সরকার মুহাম্মদ ফারুক

লিখেছেন লিখেছেন অজানা নগরীর ফারুক শাহ্ ২০ জুলাই, ২০১৩, ০২:৪৭:৪৯ দুপুর



শক্ত হাতে সর্ব কটে

ধরো দামাল সঙ্গ এঁটে

ওরেও লও হে জন তরুণ প্রজম

আর ভয় কিসে ?

আর নই রিক্ত মোরা

জয়ের ধাঁরা আজ মোদের তটে ।

ঝেঁপে পর আজ জালেম তটে

দুর্গম পথে এগিয়ে চল

ঝংকার তেরে

ভয় নাহি আর মোদের তরে ,

ঊর্ধ্ব গগণে আজ মোরা

ওরে ও তরুণেরা

আয় তোরা আজ দে ঘেরা ।

মোরা দেব বিপ্লব হানা

উড়াবো উৎসব নিশানা

নতাবো না কভু অন্যের পদে মাথা ,

মোরা নই ভিন্ন লতা

নই নিরহ তথা

বিকট আজ মোদের কথা ,

জোরালো বেগে মাররে ছোঁরা

ঐ সকল কটা ,

গুরিয়ে দিব মুরিয়ে দিব

মেলিবো আয় সুখের পাখা ।

বিষয়: বিবিধ

৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File