সত্যগণতন্ত্র! মিথ্যাগণতন্ত্র?

লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ০৬ এপ্রিল, ২০১৫, ০৪:১১:১৫ বিকাল

সত্যবাদ | মিথ্যাবাদ

সত্যে স্বর্গবাস, মিথ্যায় সর্বনাশ

সত্যগণতন্ত্রে মানব বিশ্বে স্বর্গ প্রতিষ্ঠিত হয়।

মিথ্যাগণতন্ত্রে মানবজাতির নরকের কীট হয়

সত্যগণতন্ত্রঃ The government of the people by the people for the people.


"জনগনের সরকার, জনগন কর্তৃক দায়িত্বশীল অংশীদারত্বে গন প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগনের সেবায় উৎসর্গিত সরকার প্রতিষ্ঠা হয়।

বর্তমান বিশ্বে কোথাও এ সংজ্ঞার গণতন্ত্র নেই। এ সংজ্ঞার গণতন্ত্র প্রচলিত উপনিবেশবাদি শোষণ, অত্যাচার ও ব্যভিচারী মানবরূপী পিশাচ গন প্রতিনিধিদের রাতারাতি স্বর্গ থেকে অবতীর্ণ ফেরেশতায় রূপান্তরীত করে।

মিথ্যাগণতন্ত্রঃ The people of the government by the government for the government.


"সরকারের জনগন, সরকারের দাসত্বের জন্য সরকার কর্তৃক ভোট কেনা-বেচার নির্বাচন দ্বারা প্রতিষ্ঠিত হয়"

বর্তমান বিশ্বে জাপান থেকে আমেরিকা, রাশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত এই শোষক, দুঃশাসন ও ব্যভিচারীদের উপনিবেশবাদি নরক রাজ্য প্রতিষ্ঠিত। এ পদ্ধতি ফেরেশতা সম চরিত্রের গণপ্রতিনিধিদেরও ইবলিশের ঔরশজাত পাপাচারী পিশাচে পরিণত হতে বাধ্য করে। বর্তমান বিশ্ব এদের নাগ পাশে শৃঙ্খলিত।

এ থেকে মুক্তি অনিবার্য



বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313285
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৫
শেখের পোলা লিখেছেন : প্রকৃত আইন প্রনয়নকারী দ্বারা আইন,ন্যায়ের দণ্ড হাতে বিচারক, ফেরেশ্তার যায়গায় ফেরেশ্তা আর আপন আপন মর্যাদায় আল্লাহর প্রতিনিধি মানুষ৷ শুধুমাত্র ইসলাম তন্ত্রেই আছে৷ গ্যারান্টীড৷ ধন্যবাদ৷
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩০
255836
মারুফ_রুসাফি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File