চিন্তা করুন তো? বিলাল (রা) যদি এই সমাজে জন্মাতেন?
লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ২৭ আগস্ট, ২০১৪, ১২:১৬:২৬ রাত
এত অসাধারন ঈমানের অধিকারী হয়েও সমাজে পরিচিত হতেন দুই পয়সার চাকর হিসেবে!
মসজিদে মাখন খাওয়া খানদানি বুড়োরা নামাজের সময় আধা হাত ফাঁক রেখে দাঁড়াতেন তাঁর সাথে।
সমাজ তাঁকে করুণা করত... একে তো গরিব, তার উপর ফিগার নাই, চেহারা নাই, ভালো জব নাই। পুরাই অসফল এক হতভাগ্য যুবক!!
সম্মান আর সফলতার ক্ষেত্রে ইসলামের মাপকাঠি আর বর্তমান সমাজের মাপকাঠি ভিন্ন।
সমাজে সম্মানিত কারা? ভালো ডিগ্রিধারী, ভালো চাকরি করা মানুষেরা। হোক তারা হারাম পথে উপার্জনকারী। ব্যাংকে চাকরি পাইলে লাইফ সেটেল, শেয়ার বাজারে টাকা লাভ হইলে জিঙ্গালালা। উপার্জনের ক্ষেত্রে কেউ হালাল-হারাম মেনে চলতে চায় - এটা এখন রীতিমতো হাস্যকর বিষয়!
সফলতার মাপকাঠি এখন অর্থ। সৎ পথে উপার্জনকারী গরিব আত্মীয়দের নিয়ে আমরা বিব্রত হই, হারাম উপার্জনকারীদের পরিচয় দেই বুক ফুলিয়ে গর্বের সাথে।
ডিগ্রি দিয়ে বা বড় চাকরি দিয়ে আল্লাহ্ আমল বিচার করবেন না। কেয়ামতের দিন এমনকি জিজ্ঞেসও করবেন না, বড় চাকরি কেন করো নাই, যাও তোমার জাহান্নাম! আমল বিচার করবেন হালাল-হারাম দিয়ে। গরিব রিকশাওয়ালাও সেদিন আমাদের থেকে বড় সম্মান পাবে। আর আমাদের সমাজের বড় বড় সম্মানিতগুলাকে অসম্মানিত করা হবে।
তাকওয়ার চাদরই সবচেয়ে উত্তম। তাকওয়া দিয়েই আল্লাহ্ বিচার করবেন। যেইদিন আমরা তাকওয়া দিয়ে মানুষকে বিচার করতে পারব, দেখবেন কাউকে চিনতে সে কি পাশ আর কি জব করে জানতে হবে না, তার উত্তম চরিত্রই তার প্রতি সম্মান বোধ করার জন্য যথেষ্ট হবে।
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি একজনকে জানি যিনি তাঁর গ্রাজুয়েট শিক্ষিকা বোনের জন্য এমনি এক আন্ডার-ম্যাট্রিক বেলালকে বাছাই করেছেন, বোনও সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছেন এবং এখন সুখে সংসার করছেন!
এমন সংখ্যা খুঁজলে অনেক পাওয়া যাবে মনে করি!
মন্তব্য করতে লগইন করুন