_কূমারী মেয়ে হল আদর্শ স্ত্রী বা জীবন সঙ্গীনি__

লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ০১ মে, ২০১৪, ০৮:৪৭:৪৬ রাত

মুসলিমদের উচিৎ কূমারী মেয়ে বিবাহ করা।

কুমারী মেয়েরা শান্তি- দায়িকার ভূমিকা পালন করে।

হাদিসে এসেছে যেঃ

আবদুর রহমান বিন সালেম বিন উতবা বিন আদীম সায়েদা আনসারীয়া তার পিতা থেকে এবং সে তার দাদা থেকে বর্ণনা করেছেনঃ তিনি বলেছেনঃ রাসূল (সাঃ) বলেছেনঃ

"তোমরা কুমারী নারীদেরকে বিয়ে কর। কারন, তারা মিষ্ট ভাষী হয়, অধিক বাচ্চা প্রসব করে, অল্পে তুষ্ট থাকে।"

***ইবনু মাযাহ; শায়খ আলবানী লিখিত সহীহ সুনান ইবনু

মাযাহঃ খন্ডঃ ১; হাদীস নম্বরঃ ১৫০৮।

উপরের হাদিসের আলোকে জানতে পারলাম যে, কুমারী, মিষ্ট ভাষী, খোশ মেজাজ, অল্পে তুষ্ট, স্বামীর মনোলোভা, অধিক সন্তান

প্রসবকারী স্ত্রী হল উত্তম জীবন সঙ্গীনি।

জাবের (রাদিঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেছেনঃ

'আমি এক যুদ্ধে নবী (সাঃ) - এর সাথে ছিলাম। যখন আমরা ফিরছিলাম তখন মদীনার কাছাকাছি ছিলাম। আমি বললাম ইয়া রাসুলুল্লাহ্ (সাঃ)! আমি নতুন বিয়ে করেছি।

তিনি জিজ্ঞেস করলেনঃ তুমি বিয়ে করেছ?

আমি বললামঃ হ্যা।

তিনি বললেনঃ কুমারী না বিধবা?

আমি বললামঃ বিধবা।

তিনি বললেনঃ

কুমারী কেন বিয়ে করলে না?

সে তোমার সাথে আনন্দ করত, আর তুমিও তার সাথে আনন্দ করতে।"

***মুত্বাফাকুন আলাইহ; মিশকাতুল

মাসাবীহঃ খন্ডঃ ২; হাদীস

নম্বরঃ ৩০৮৮।

মন্তব্যঃ

কূমারী বলতে যা বুঝায় তা হলোঃ

যে মেয়েকে কোন পুরুষই যৌন কাজে ব্যবহার করে নাই বা স্পর্শ

করে নাই এবং যৌন সংগমের দরুন যে মেয়ের সতীচ্ছেদ করা হয়নি - যাকে বলা হয় সতী মেয়ে।

লেখক : সাকিল তালুকদার

বিষয়: বিবিধ

১৩৮৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216194
০১ মে ২০১৪ রাত ০৯:২৭
সুশীল লিখেছেন : Love Struck Love Struck Love Struck
216219
০১ মে ২০১৪ রাত ১০:০২
ফেরারী মন লিখেছেন : কূমারী বলতে যা বুঝায় তা হলোঃ
যে মেয়েকে কোন পুরুষই যৌন কাজে ব্যবহার করে নাই বা স্পর্শ করে নাই এবং যৌন সংগমের দরুন যে মেয়ের সতীচ্ছেদ করা হয়নি - যাকে বলা হয় সতী মেয়ে।

তাই নাকি ভাই। আজকাল এরাম মেয়ে কি আছে? Broken Heart Broken Heart Broken Heart
216225
০১ মে ২০১৪ রাত ১০:০৭
পাহারা লিখেছেন : ﴿الزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى الْمُؤْمِنِينَ﴾
৩) ব্যভিচারী যেন ব্যভিচারিনী বা মুশরিক নারী ছাড়া কাউকে বিয়ে না করে এবং ব্যভিচারিনীকে যেন ব্যভিচারী বা মুশরিক ছাড়া আর কেউ বিয়ে না করে ৷ আর এটা হারাম করে দেয়া হয়েছে মু’মিনদের জন্য।
আল কুরআন-নুর-৩
216250
০১ মে ২০১৪ রাত ১০:৩৪
216287
০১ মে ২০১৪ রাত ১১:১০
egypt12 লিখেছেন : সৎ নারী কুমারি বা বিধবা নষ্টা নারীর চেয়ে হাজার গুন উত্তম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File