কমবেশি সবাই চায় নিজেকে সুন্দর/সুন্দরী, মানাসই,
লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ১০ এপ্রিল, ২০১৪, ০৮:৩৮:৩০ রাত
কমবেশি সবাই চায় নিজেকে সুন্দর/সুন্দরী, মানাসই, স্মার্ট,হিসেবে উপস্থাপন করতে।যার জন্য কত দৌড়ঝাঁপ কত টেনশন।আর তা যদি হয় স্থায়ী তাহলে তো কথাই নাই।আসুন রূপচর্চার স্থায়ী কিছু টিপস আমরা জেনে নেই।
রূপচর্চার কিছু টিপস:
১) আপনার চোখকে উজ্জ্বল রাখতে...
বেগানা নারী থেকে আর নারীরা বেগানা পুরুষ থেকেচোখ নামিয়ে নিন,
এতে আপনার চোখ ঝকঝকে ও মন পরিশুদ্ধ থাকবে।
২) আপনার চেহারাকে সুন্দর ও উজ্জ্বল করতে,নামাজ পড়ুন
৩) নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে সবসময় আল্লাহকে স্মরণ করুন এবং ন্যায়নিষ্ঠ থাকুন।
৪) পৌরুষদীপ্ত চেহারার জন্য দাঁড়ি বড় করুন, গোঁফ ছেঁটেরাখুন; নারীসুলভ কমনীয় গাল আপনার জন্য নয়।(শুধুমাত্র ছেলেদের জন্য এই টিপসটা)
৫) একই সাথে মজবুত ও সংবেদনশীল ব্যক্তিত্বের অধিকারী হতে অন্যায়ের প্রতিবাদ করুন, দুর্বলকে সাহায্য করুন।
৬) নির্ভরযোগ্যতা অর্জন করতে সত্য কথা বলুন,কথা দিয়ে কথা রাখুন।
৭) হার্টের সমস্যা এড়াতে, যারা আপনাকে কষ্টদেয় তাদের ক্ষমা করুন।
৮) সুস্থ দেহের জন্য হালাল ও পরিমিত খাবার খান। সৃষ্টিকর্তার এই উপদেশগুলো মেনে চললে,আপনি অন্তরে ও বাইরে সত্যিকারের সুপুরুষ হতে পারবেন ইনশাআল্লাহ।।
বিঃদ্রঃ-ছেলে মেয়ে উভয়ের জন্য এটা প্রযোজ্য।
বিষয়: বিবিধ
৯২৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৮) সুস্থ দেহের জন্য হালাল ও পরিমিত খাবার খান।
ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন