কমবেশি সবাই চায় নিজেকে সুন্দর/সুন্দরী, মানাসই,

লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ১০ এপ্রিল, ২০১৪, ০৮:৩৮:৩০ রাত

কমবেশি সবাই চায় নিজেকে সুন্দর/সুন্দরী, মানাসই, স্মার্ট,হিসেবে উপস্থাপন করতে।যার জন্য কত দৌড়ঝাঁপ কত টেনশন।আর তা যদি হয় স্থায়ী তাহলে তো কথাই নাই।আসুন রূপচর্চার স্থায়ী কিছু টিপস আমরা জেনে নেই।



রূপচর্চার কিছু টিপস:


১) আপনার চোখকে উজ্জ্বল রাখতে...

বেগানা নারী থেকে আর নারীরা বেগানা পুরুষ থেকেচোখ নামিয়ে নিন,

এতে আপনার চোখ ঝকঝকে ও মন পরিশুদ্ধ থাকবে।

২) আপনার চেহারাকে সুন্দর ও উজ্জ্বল করতে,নামাজ পড়ুন

৩) নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে সবসময় আল্লাহকে স্মরণ করুন এবং ন্যায়নিষ্ঠ থাকুন।

৪) পৌরুষদীপ্ত চেহারার জন্য দাঁড়ি বড় করুন, গোঁফ ছেঁটেরাখুন; নারীসুলভ কমনীয় গাল আপনার জন্য নয়।(শুধুমাত্র ছেলেদের জন্য এই টিপসটা)

৫) একই সাথে মজবুত ও সংবেদনশীল ব্যক্তিত্বের অধিকারী হতে অন্যায়ের প্রতিবাদ করুন, দুর্বলকে সাহায্য করুন।

৬) নির্ভরযোগ্যতা অর্জন করতে সত্য কথা বলুন,কথা দিয়ে কথা রাখুন।

৭) হার্টের সমস্যা এড়াতে, যারা আপনাকে কষ্টদেয় তাদের ক্ষমা করুন।

৮) সুস্থ দেহের জন্য হালাল ও পরিমিত খাবার খান। সৃষ্টিকর্তার এই উপদেশগুলো মেনে চললে,আপনি অন্তরে ও বাইরে সত্যিকারের সুপুরুষ হতে পারবেন ইনশাআল্লাহ।।

বিঃদ্রঃ-ছেলে মেয়ে উভয়ের জন্য এটা প্রযোজ্য।

বিষয়: বিবিধ

৯০৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205837
১০ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৫
হতভাগা লিখেছেন : কানিজ আলমাস , ফারজানা শাকিলরা আপনার বিরুদ্ধে মামলা করবে ।
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০৩
154843
মারুফ_রুসাফি লিখেছেন : কারা তারা??? তাদের ফেবু আইডির লিংক দেন।
205891
১০ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৮
মাটিরলাঠি লিখেছেন : খুবই ভালো লাগলো পোষ্টটি। অনেক অনেক ধন্যবাদ।
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০১
154840
মারুফ_রুসাফি লিখেছেন : আপনাকও ধন্যবাদ
205935
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৩
নূর আল আমিন লিখেছেন : ভাই আপনেতো দেখি বিউটি পার্লারের বেশ্যাদের বাড়াভাতে ছাই দিতাছেন Big Grin
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০২
154841
মারুফ_রুসাফি লিখেছেন : সামনে আরো দিমু
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০২
154842
মারুফ_রুসাফি লিখেছেন : সামনে আরো দিমু। শুধু ছাই না আর কিছু।
206294
১২ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৩
শেখের পোলা লিখেছেন : ওদের ব্যবসা কি বন্ধ করতে চান? খবর আছে৷
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:২১
156686
মারুফ_রুসাফি লিখেছেন : ওদের মাইরাল্মু
207879
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৭
জেদ্দাবাসী লিখেছেন :
৮) সুস্থ দেহের জন্য হালাল ও পরিমিত খাবার খান।

ভালো লাগলো ধন্যবাদ
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:২১
156683
মারুফ_রুসাফি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File