ইয়া আল্লাহ !
লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ০৬ এপ্রিল, ২০১৪, ০৯:০১:০৬ রাত
ইয়া আল্লাহ !
আমরা সভাপতি, সম্পাদক ও সদস্য নিয়ে গঠিত কোন ইবলিসী সংগঠন, সভাসমিতি ও বক্তৃতামঞ্চ দাঁড় করাবো না। সালাতের জামাত আমাদের জনসভা এবং কুরআন তিলাওয়াত ও তর্জমা আমাদের ভাষণ বক্তৃতা। ফজরের জামাত দিবসের প্রথম সভা হবে। অন্যান্য ওয়াক্তীয়া সালাত সাধারণ সভা। জুমুয়ার জামাত সাপ্তাহিক সভা। ঈদের জামাত বাৎসরিক মহাসম্মেলন। হজ্জ বিশ্বসম্মেলন। ওমরা প্রশিক্ষন কর্ম শিবির। জানাযার সালাত শোক সভা।
সুর্য ডোবার দু’ঘন্টা পর ইশার জামাতের পর মজলিস মাহফিল সম্পুর্ন নিসিদ্ধ হবে لا سمار بعد العشاء রাসুল সঃ এর নির্দেশ। مشتكبرين به سامرا تهجرون ا রাত জাগা মুস্তাকবিরী, আল্লাহ কর্তৃক নিসিদ্ধ। (আল মু’মিন-৬৭) নিদ্রার জন্য রাতকে সম্পূর্ন নিরব করা হবে। কোন প্রকার গোপন ও গোপনীয় কর্মকান্ড করা হবে না।সকল কর্মকান্ড আযানের ন্যায় ঘোষণা পূর্বক করা হবে। ইসলামে গোপনীয় কর্মকান্ড নেই।
হে বিশ্ব সাক্ষী থেকো “আমরা শুধু মুসলিম” اشهدوا بانا مسلمون (আল ইমরান-৬৪)
--- ইমামুদ্দিন মুহাম্মাদ তোয়াহা বিন হাবিব
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন