গান-বাজনা কেন হারাম?
লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১৯:১৮ সকাল
সালামুন আলাইকুম।
وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ
মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞাতবশত আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহ-প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা-বিদ্রুপ করে। উহাদের জন্য রহিয়াছে অপমানজনক শাস্তি। সুরা লুকমান: ৬।
আয়াতটি নাযিল হওয়ার কারণ:
নাদর ইবনে হারিছ নামক মক্কার নেতৃস্থানীয় এক ব্যাক্তি পার্শ্ববর্তী দেশ সমুহে বিশেষত পারস্য হইতে গল্পের বই সংগ্রহ করিয়া আনিত এবং কুরআন শ্রবন হইতে বিরত রাখার উদ্দেশ্যে আসর জমাইয়া লোকদেরকে সেই সকল গল্প শোনাইত। সেই আসরে আমোদ-স্ফুর্তির আরও সামগ্রী রাখা হইত। তাহার সমন্ধে নাযিল হয়।
তাফসীর মাআরেফুল ক্বোরআন:
***গান ও বাদ্য যন্ত্র সম্পর্কিত বিধান**
কয়েকজন সাহাবী উল্লেখিত আয়াতে لَهْوَ الْحَدِيثِ (লাহুয়াল_হাদীস) – এর তাফসীর করেছেন গান-বাজনা করা। এবং যা মানুষকে আল্লাহ থেকে গাফেল, Derail বা লাইনচ্যুত করে দেয়।
ক্বোরআনে পাকের يَشْهَدُونَ الزُّورَ (সুরা ফুরক্বান ৭২) আয়াতে ইমাম আবু হানিফা, মুজাহিদ মুহাম্মদ ইবনুল হানাফিয়া প্রমুখ আলেমগন زور শব্দের তাফসীর করেছেন গান বাজনা।
অনর্থক কিস্ সা কাহিনীসহ যেসব বস্তু মানুষকে আল্লাহর এবাদত ও স্মরণ থেকে গাফিল করে দেয়, সেগুলো সবই لَهْوَ الْحَدِيثِ (লাহুয়াল_হাদীস) --(বোখারী ও বায়হাকী)। স্ব স্ব কিতাবে لَهْوَ الْحَدِيثِ (লাহুয়াল_হাদীস) –এর এ তাফসীরই অবলম্বন করেছেন। তারা বলেন, لَهْوَ الْحَدِيثِ هو الغنأ واشبا هه – অর্থাৎ, لَهْوَ الْحَدِيثِ –বলে গান ও তদনুরুপ অন্যান্য বিষয় বোঝানো হয়েছে (যা আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেয়)।
বায়হাকীতে আছে لَهْوَ الْحَدِيثِ – ক্রয় করার অর্থ গায়ক পুরুষ অথবা গায়িকা নারীক্রয় করা কিংবা তদনুরুপ এমন অনর্থক বস্তু ক্রয় করা যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে (গানের সিডি কেনা বা ডাউনলোড করা)। ইবনে জারীরও এই ব্যাপক অর্থ অবলম্বন করেছেন।
বইমেলা কিংবা বাজার থেকে অনেক সময় আমরা অনেক উপন্যাস ক্রয় করি। কিন্তু কোন ইসলামিক বই ক্রয় করতে ইচ্ছা হয় না। ২০০-৩০০ পেইজের গাজাখুরি উপন্যাস পড়ে শেষ করতে সময় লাগে না। আরও ভালো লাগে। ক্লাসের পড়া বাদ দিয়ে উপন্যাস পড়তে হয়। কিন্তু পবিত্র কুরআনের একটা আয়াতের অর্থ তো দূরের কথা একটা আয়াতও তিলাওয়াত করতে মন চায় না। ঘন্টার পর ঘন্টা উপন্যাস পড়ে সহজ কিন্তু বাড়িতে হুজুরের কাছে ১০ মিনিট কুরআন পড়া অনেক কষ্টকর। প্রত্যেকদিন লাইব্রেরী থেকে প্রতিদিন অনেক গাজাখুরী উপন্যাস বিক্রি হয় কিন্তু এক মাসেও একটা কুরআন বিক্রি হয় না। এরই নাম কি মুসলিম জাতি??
#_এখন আসল কথায় আসি……….;
*** “ #অসার_বাক্য_ক্রয়_করা ” ***
#“অসার #বাক্য #ক্রয় #করা” বলতে বুঝানো হয়েছে;
এক কথায় গানের সিডি বা ডিভিডি ক্রয় করা। যে গান গুলো আমরা শুনি এ গুলো কোনটার অর্থ আছে আবার কোনটার অর্থ নেই। আর যেগুলোর অর্থ আছে সেগুলোর মধ্যে কিছু কিছুর অর্থ এমন খারাপ যে গান মুখ দিয়ে উচ্চারন করলে মহান আল্লহর সাথে শিরক্ব হয়। উদাহরণ হিসাবে দেখা যায়………….
#তুহি মেরি সাবহে ,সুবাহে >>>>> তুমি আমার সব, তুমি আমার সুর্য়োদয়।
#তুহি মেরি দুনিয়াহে >>>>>>>> তুমি আমার দুনিয়া।
#রাব কা শুকরানা >>>>>>>>> রবকে তাই ধন্যবাদ।
#তুহি মেরি ঈমানহে, আজানহে তু >> আমার ঈমান তুমি, আজান তুমি।
# মেরা কালমাহে তু >>>>>>>> আমার কালিমা তুমি।
এই যদি হয় গানের অর্থ। তবে এগুলো কি একজন মুমিনের শোনা জায়েজ? না জায়েজ না। আর এইসব গান গুলো আজ চলছে বিয়ে বাড়িতে, রাস্তায় চলাফরা করার সময়, কোন সামাজিক আচার অনুষ্ঠানে কিংবা অভদ্র যুবসমাজের কনসার্টে।
একবার ভেবে দেখুন; এইসব গান শুনে আপনার কি লাভ???? বরং আপনার ক্বলব্ অপবিত্র হচ্ছে। এইসব শিরক্বী গান না শুনে আসুন আমরা কুরাআন তিলাওয়াত শুনি। বর্তমানের এইসব গানের থেকে “মিশারী রাশিদ আল আফাসি, সিদ্দিক আল মিনশাইয়্যি, আহমান সাওদ, তাওফীক ইবনে আস সাইখ প্রমুখ, এদের কুরআন তিলাওয়াতের সুর অনেক শ্রুতিমধুর। আসুন আমরা এই কুরআন তিলাওয়াত গুলো ডাউনলোড করি, শুনি ও বুঝি এবং আমল করি।
কুরআন তেলাওয়াতগুলোর ডাউনলোড লিংক:
এমপি থ্র্রি কুরান.নেট
কুরান অডিও
বাছাই করা কয়েকটি মধুর কন্ঠ
http://bit.ly/1fKxZoH
http://bit.ly/1pwXOwy
http://bit.ly/1mIvrN8
http://bit.ly/1hBXYNM
http://bit.ly/1hBY1ci
http://bit.ly/1fsRbbX
http://bit.ly/1hVS9PF
http://bit.ly/1fW0bRG
http://bit.ly/1dDfmim
বিষয়: বিবিধ
১৪৭৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই পোস্ট স্টিকি করা হোক ।
মন্তব্য করতে লগইন করুন