স্প্যানিশ ভাষা শিখিয়েই ছাড়বো !!! (১)

লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৮:০৯:১৯ সকাল

৪০০ মিলিয়নেরও বেশী মানুষের ভাষা স্প্যনিশ। আমেরিকাসহ যে কোনো দেশে ভ্রমনের ক্ষেত্রে, ভ্রমণকারীকে একাধিক পরিস্থিতি তে পরতে হবে যখন সে বেসিক স্প্যনিশ জানার প্রয়োজন উপলব্ধি করবে।

স্পানিশ ভাষী দেশগুলো হলো, Argentina, Belize, Bolivia, Chile, Colombia, Costa Rica, Cuba, Dominican Republic, Ecuador, El Salvador, Democratic Republic of Congo, Equatorial Guinea, Guatemala, Honduras, Mexico, Nicaragua, Panama, Paraguay, Peru, Spain, Uruguay and Venezuela.

এই ভাষা রপ্ত করা অন্য অনেক ভাষার তুলনায় সহজতর, এখানে ব্যক্তি সংক্রান্ত কিছু এক্সপ্রেশন দেয়া হলো, সাড়া পেলে নিয়মিত দেয়া হবে..

►আমি

yo (ইয়ো)

►আমি এবং তুমি

yo y tú (ইয়ো ই তু)

►আমরা দুজনে (আমরা উভয়েই)

nosotros / nosotras dos (নসোত্রস দস)

►সে (ছেলে)

él (এল)

►সে (ছেলে) এবং সে (মেয়ে)

él y ella (এল ই এজা)

►তারা দুজনে

ellos / ellas dos (এলোস দস)

►পুরুষ

el hombre (এলোম্বরে)

►স্ত্রী / মহিলা

la mujer (লামুখের)

►শিশু

el niño (এলনিনো)

►একটি পরিবার

una familia (ইনা ফেমিলিয়া)

►আমার পরিবার

mi familia (মী ফ্যমিলায়া)

►আমার পরিবার এখানে ৷

Mi familia está aquí. (মী ফ্যামিলিয়া এস্তা একি)

►আমি এখানে ৷

Yo estoy aquí. (ইয়ো এস্তয় একি)

►তুমি এখানে ৷

Tú estás aquí. (তু এস্তাস একি)

►সে (ছেলে) এখানে এবং সে (মেয়ে) এখানে ৷

Él está aquí y ella está aquí. (এল এস্তা একি ইয়েজা এস্তা একি)

►আমরা এখানে ৷

Nosotros /-as estamos aquí. (নসোত্রস এস্তামস একি)

►তোমরা এখানে ৷

Vosotros /-as estáis aquí. (ভসোত্রস এস্তা একি)

►তারা সবাই এখানে ৷

Todos /-as ellos /-as están aquí. (তদোস এলোস এস্তা একি)

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File