খুলে দাও দুয়ার, বিচ্ছিন্নতা মুছে যাক।

লিখেছেন লিখেছেন নুরুজ্জামান ২৭ নভেম্বর, ২০১৫, ০১:১৮:৩০ রাত

একটা সময় ছিল কখন বিকেল আসবে তার অপেক্ষায় বসে থাকার,ছুটে চলার আর কত দেরি ঘড়ির কাঁটার কাছে প্রশ্ন করার।বিকেলের আগমনই জানিয়ে দিতো সময় এসেছে আড্ডা, হাসিতে ভেসে বেড়ানোর,বন্ধুদের সাথে দিনের আনন্দঘন সময়টা পার করার।হাইস্কুল পর্যায় আর যে পর্যায়ের কথাই বলি বন্ধুদের সাথে আড্ডার রোমাঞ্চকর সময় যেন বিকেল বেলাটাই।পরিকল্পনা করে একেক জায়গায় ঘুরে বেড়ানো,ঘটে যাওয়া হরেক রকম আনন্দ,বেদনার ভাগাভাগি বড়ই উপভোগের ছিল।এস.এস.সি পাশ করার পর অনেকটাই যেন দল,ছন্ন ছাড়া হয়ে গিয়েছিলাম।বড়ই নিভৃত কেটেছিল।সেই ছন্নছাড়া পালের গুটি কয়েক আবার দলবদ্ধ হতে পেরেছিলাম প্রযুক্তির এক বিশাল আবিষ্কার ফেসবুকের কল্যানে।যে কয়জনই ছিলাম রাতভর আড্ডায় মেতে থাকতাম,প্রবাসি আড্ডাবাজ বন্ধুটাকেও মনে হতো না সেই বিকেল মিস করছে।এখনতো আর কেউ বাকী নেই,সবাই একি প্লাটফরমে।কিন্তু কিছুদিন যাবৎ আবার নিভৃত পথচারি হয়ে গেলাম।

বিষয়: বিবিধ

৯০৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351633
২৭ নভেম্বর ২০১৫ রাত ০১:৩১
শেখের পোলা লিখেছেন : বিকল্প পথে অনেকেই ফিরে গেছেৣৣ৷ আপনিও চেষ্টা করুন৷
২৭ নভেম্বর ২০১৫ রাত ০১:৩৮
291946
নুরুজ্জামান লিখেছেন : জমজমাট না।তাই ভালো লাগে না।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File