যেথায় পড়ে রয়েছে এ মন
লিখেছেন লিখেছেন নুরুজ্জামান ২৪ নভেম্বর, ২০১৫, ০৩:১৯:৪৮ রাত
এপারের একগুচ্ছ কবিতা সহস্র আলোর ঝলকানিতে পড়ে থাকুক না,
ঘ্রাণহীন নষ্টামির তালে মাতুয়ারাদের সজীবতা দেওয়ার অধিকার তার অমলিন হোক।
পুষ্পমাল্য গাঁথার সংগ্রামে আমরা নাহয় তাদের ছন্দ শুনেই আঁখি বুজে রই খানিক।
লাল স্রোতে ভেসে অতিথি খুঁজতে বড্ড সৌখিন আমরা
এ প্রচেষ্ঠার আয়োজনে বিলিন হওয়া সেতো সাত সমুদ্দুর তের নদী জয়াধিক।
এপারের ঝুম বৃষ্টি,কাশফুল ঢেউ পড়ে থাকুক না,
সেই টান আকাঙ্খার পাহাড়ে সেতো ক্ষুদে পিপিলিকা সম।
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন