জালিম হুশিয়ার

লিখেছেন লিখেছেন নুরুজ্জামান ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:০১:০২ সন্ধ্যা

জালিম তুমি শুনেছো নাকি

সেই জালিমদের কথা?

অপমানের সহিত ধ্বংস হয়েছে

নিয়ে গলায় জুতা।

জুলুমবাজির ফল পেয়েছে

ধিক্কার আর থুতু,

নব জালিম জেনে রাখো

সবাই হয়না ভীতু।

নির্যাতনের মাত্রা সেতো

বাড়িয়ে দিয়েছো অতি,

ইতিহাস পড়ে চিন্তা কর

তোমাদের হয় কোন গতি।

নির্যাতনের জ্বালায় পুড়ে

ভীতু ও হয়ে যায় বীর,

রাজ্য কাপানো স্লোগান ধরে

উচুঁ করে শির।

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263029
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
বাজলবী লিখেছেন : জালেমের মসনদ ভেংগে যাবে একদিন
মজলুমের ক্রন্দনরোলে ভেসে যাবে বহুদিন।
ভালো লাগলো ধন্যবাদ।
263048
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
নীল জোছনা লিখেছেন : জ্বালাময়ী কবিতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File