কবিতা: নিপাত যাও নিজ ঘরের যত শত্রু
লিখেছেন লিখেছেন নুরুজ্জামান ১৫ জুলাই, ২০১৪, ১১:১০:১৫ রাত
গাজা উপত্যকার রোদন-রব
আতিশয় অল্প ও কি ওদের ইন্দ্রজালের
প্রাচীরে আঘাত করে না!
মুসলিমের আর্তস্বরে
একটু ও সহানুভূতির উদ্রেক হয় না ওদের!
ওরা মুসলিম তো?
নাকি গাদ্দারের দল!
এতো সহায় সম্পত্তি
তা কেন নিপীড়িতের কল্যানে নয়,
নির্যাতিতের উপকারের অযোগ্য?
ওদের পানে চেয়ে বিজয় গানে
সুর দেয়া যাবে না।
আঘাত হানো ওদের
ক্ষমতার দেয়ালে,
চূরমার করো স্বার্থপরের
যত কেল্লা,
নিপাত যাও নিজ ঘরের
যত শত্রু।
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন