কবিতা: নিপাত যাও নিজ ঘরের যত শত্রু

লিখেছেন লিখেছেন নুরুজ্জামান ১৫ জুলাই, ২০১৪, ১১:১০:১৫ রাত

গাজা উপত্যকার রোদন-রব

আতিশয় অল্প ও কি ওদের ইন্দ্রজালের

প্রাচীরে আঘাত করে না!

মুসলিমের আর্তস্বরে

একটু ও সহানুভূতির উদ্রেক হয় না ওদের!

ওরা মুসলিম তো?

নাকি গাদ্দারের দল!

এতো সহায় সম্পত্তি

তা কেন নিপীড়িতের কল্যানে নয়,

নির্যাতিতের উপকারের অযোগ্য?

ওদের পানে চেয়ে বিজয় গানে

সুর দেয়া যাবে না।

আঘাত হানো ওদের

ক্ষমতার দেয়ালে,

চূরমার করো স্বার্থপরের

যত কেল্লা,

নিপাত যাও নিজ ঘরের

যত শত্রু।

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245002
১৫ জুলাই ২০১৪ রাত ১১:২৫
ভিশু লিখেছেন : ভালো বলেছেন!
Praying Praying Praying
Good Luck Good Luck Good Luck
১৫ জুলাই ২০১৪ রাত ১১:৫৭
190309
নুরুজ্জামান লিখেছেন : ধন্যবাদ
245013
১৫ জুলাই ২০১৪ রাত ১১:৪৪
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
১৬ জুলাই ২০১৪ রাত ১২:০৫
190311
নুরুজ্জামান লিখেছেন : ধন্যবাদ উৎসাহিত করার জন্য
245037
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৫০
সাইফুল সোহেল লিখেছেন : ভাই ভালো লাগছে. আমরা আজ বড়ই সভ্য হয়ে যাচ্ছি তাই আমাদের ঘুম ভাঙ্গে না এই সভ্যতা কে ধিক্ কার যে সভ্যতা আমার ভাই বোনকে বাঁচাতে কথা বলে না
১৬ জুলাই ২০১৪ রাত ০২:১৬
190340
নুরুজ্জামান লিখেছেন : হ্যাঁ ভাই যে সভ্যতা আমাদেরকে লাঞ্ছিত করবে আমরা আজ সেই সভ্য।
245230
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
বাজলবী লিখেছেন : ভালো লাগলো।জাযাকাল্লাহ খায়ের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File