সুরা মসজিদ
লিখেছেন লিখেছেন বিল্লাহ মাসুম ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫৩:৫৯ রাত
সুরা মসজিদ সুর শব্দের অর্থ জ্বীন (গ্রামীন)।কথিত আছে এক রাতের মধ্যে জ্বীনেরা এটি নির্মাণ করে দেন, তাই এর নাম সুরা মসজিদ হয়েছে। মসজিদের উত্তর দিকে রয়েছে বিরাট একটি পুকুর। জানা যায় পুকুরটিও এক রাতেই খনন করা হয়েছে। এই মসজিদে কোন শিলালিপি নেই। তবে কোন প্রমান না থাকার পরও ইতিহাসবিদ অধ্যাপক এম হাসান দানী আইডিয়া থেকে এটাকে গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর আমলে নির্মিত বলে অনুমান করেন।তার ধারনা এটা সুলতানী আমলে ( ১৪৯৩-১৫১৮) খ্রিষ্ঠাব্দে নির্মিত । মসজিদটি হিলি- বগুড়া রোডে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় অবস্থিত।
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিনাজপুরের ঘোড়াঘাট সুলতানি আমলে অত্যন্ত গুরুত্বপুর্ন স্থান ছিল। সেই সময় এর মসজিদ হতে পারে।
মন্তব্য করতে লগইন করুন