সীতাকোট বিহার
লিখেছেন লিখেছেন বিল্লাহ মাসুম ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৩:৩৩ রাত
সীতাকোট বিহার’ বাল্মীকি এ স্থানের কাছেই আশুড়া বিলের মাঝখানে এক উঁচু ঢিবিতে বাস করতেন । সেখানে বসেই তিনি সাত খণ্ডের রামায়ণ রচনা করেন। রাবনের কাছ থেকে থেকে সীতাকে উদ্ধার করে আনার পর তাকে নিয়ে নানা প্রশ্ন উঠে। বাধ্য হয়ে রাম সীতাকে আবারও বনবাসে পাঠালেন। সীতা দ্বিতীয় বার বনবাসের সময়ে বাল্মিকী মুনির আশ্রয়ে এই সুন্দর ইমারতে বাস করতেন।এখানে সীতার ব্যবহৃত শাড়ি ও একটি হীরার কুড়াল পাওয়া যায়। র্সীতা বসবাস করতেন বলে এ স্থানের নামকরণ হয়েছে সীতার কোট বা সীতাকোট বিহার।
সীতাকোট বিহার সবচেয়ে প্রাচীন । কারো মতে এটা সম্রাট অশোকের রাজত্বকালে অথবা ৪র্থ বা ৫ম শতকে নির্মিত হয়। এটা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত।
বিষয়: বিবিধ
২২০৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটি বেীদ্ধ যুগের নিদর্শন। সম্ভবত সেন আমলে হিন্দুরা দখল করার উদ্দেশ্যে এর সাথে বাল্মিকি ও সিতার নাম জড়িয়েছিল। রামায়ন অনুসারে বাস্মিকির আশ্রম এর অবস্থান মধ্য বা দক্ষিন ভারতে হবে।
মন্তব্য করতে লগইন করুন