ফ্লাশমবের শিক্ষা ।

লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ০৪ এপ্রিল, ২০১৪, ১১:২০:৪৬ রাত

ফ্লাশমব গুলো দেখে কয়েকটা জিনিস খেয়াল করলাম ।

১. মানুষের মধ্য বাদরের একটা স্বভাব প্রকট, সেটা হচ্ছে অনুকরণ। এ পর্যন্ত ফ্লাশ মবের সংখ্যা ৫০ এর অধিক হবে মনে হয়। রাস্তায় নাচা-নাচির জিনিসটা কত টুকু প্রয়োজনীয় জিনিসটা প্রশ্ন সাপেক্ষ।

২. লজ্জা শরমের মাথা খাওয়া এখন স্বাভাবিক একটা বিষয়। বরং এটা আধুনিকতার একটা অংশ !!

৩. এই সংক্রমণের হার ঢাকা শহরে অনেক দ্রুত। ( ওইহানে ক্রেজি পোলাইনের সংখ্যা মাশাল্লাহ অনেক)

৪. একজন দেখার অনুরোধের পর ..........

ভাই করছেন ভালো কথা এতে আপনার কি লাভ?

উত্তর: আমার কোন লাভ নাই !

তাইলে কেন ?

উত্তর: পাবলিক দেখবে Happy

( নিজেরে দেখানোর প্রবণতা অনেক বাড়ছে মানুষের )

৫. আরেকটা জরুরী জিনিষ দেখলাম ... সেটা হচ্ছে যেভাবে অনুকরণের শুরু হইছে!! নতুন আইডিয়া আওয়ালাদের জন্য দূর্ভাগ্য ।

ধরুণ, আপনি একটা জিনিসের আইডিয়া দেখালেন সাথে সাথে শুরু হল অনুকরণ তো আপনার এত দিনের সাধনার ফল যে কি পাবেন বুঝতেই পারছেন। তার উপর যদি এমন কেউর পাল্লায় পড়েন যে, তার বিশাল নেটওয়ার্ক আছে তাহলে তো পুরাই শেষ... অনেকটা স্টিভ জবসকে অ্যাপল থেকে বিতাড়িত করার মত Surprised

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202564
০৪ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মনে হচ্ছে শ্রিঘ্রই ভানু বন্দোপাধ্যায় এর কেীতুকের মত পাবলিক দেখার জন্য অর্থাত পাবলিকের কাছে পরিচিত হওয়ার জন্য উলঙ্গ হয়ে দেীড় লাগান ও শুরু হবে।
202565
০৪ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৬
কিওয়ার্ড লিখেছেন : ভাই এইডা কি কইলেন! আমি তো টাস্কিত Give Up
202961
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৪
হতভাগা লিখেছেন : এই ফ্ল্যাশ মব কি জ্যামপূর্ণ রাস্তা যেখানে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে সেখানে লোকজনদের বিনোদন দেবার জন্য তথা টাইমটা বোরিং না হওয়ার জন্য আয়োজন করা যেতে পারে ?
০৬ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৯
152860
কিওয়ার্ড লিখেছেন : Rolling on the Floorহুম জটিল অনুসিধান্ত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File