অস্ত্রের মামলায় ফাঁসি (!) আর কতগুলো প্রশ্ন।

লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ৩১ জানুয়ারি, ২০১৪, ১২:০২:০২ রাত

কতগুলো প্রশ্ন উত্থাপন করছি। আপনি হয় মেনে নিবেন। না হয় না মেনে নেবার কারন বলে যাবেন।







প্রথম সারির প্রশ্নঃ





*৫৭ সেনা কর্মকর্তা হত্যায় কি বিচার হয়েছে?

উত্তরঃ যাবজ্জীবন

* অস্ত্রের মামলায় কি দেওয়া হয়েছে?

উত্তর: ফাঁসি





এবার ২য় সারির প্রশ্নঃ





*এই অস্ত্র চালান ভারতে গেলে কার লাভ কার লোকসান হত?

উত্তরঃ লোকসান হত ভারতের লাভবান হত ভারতের বিরোধী এবং বিদ্রোহীরা

*বাংলাদেশ কোন ক্ষতি ছিল এতে?

উত্তরঃ না

*যাদের ফাঁসি হয়েছে তাদের পরিচয়?

উত্তরঃ ডি.জি.এফ.আই এবং এন.এস.আই এর মহাপরিচালক (গোয়েন্দা সংস্থা) , স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, মন্ত্রী। এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ।

*সি.আই.এ, কে.জি.বি এর মত শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর কোনো ডিরেক্টর জেনারেলদের (দেশের বিরুদ্ধে গাদ্দারি ছাড়া) কোন ধরনের সাজা হতে শুনেছেন?

উত্তরঃ না

*ফেলানি হত্যাকারী সৈনিকের বিচার হয়েছে?

উত্তরঃ না

*বর্ডারে হত্যাকারী আর কোন সৈনিকের বিচার হয়েছে? ছোট কোন বিচার?

উত্তরঃ না

*ইন্ডিয়া আমাদের পার্বত্য বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে প্রচুর পরিমানে, এর প্রমান ও রয়েছে। বলুন তো এর বিচার কোন দিন হবে?

উত্তরঃ না

"একটা ঘটনা স্মরণ দরকার যে, বিডিয়ার হত্যার মামলায় কিন্তু একজনের ও ফাঁসি হয় নাই! অথচ ৫৭ জন অফিসার মারা গেল... এবং এই ঘটনা তো একটা অস্ত্র মামলা। এখানে একটাই ফ্যাক্ট আছে , তা হচ্ছে এই অস্ত্র ভারতের বিপক্ষে।

এই অস্ত্র উলফার হাতে গেলে আমাদের পার্বত্য এলাকা হত অনেক নিরাপদ। পার্বত্য চট্টগ্রামকে যারা বাংলাদেশের অংশ হিসেবে রাখার জন্য সারা জীবন খেটেছে তাদেরকে আমরা ফাঁসি দিচ্ছি?"







এবার তৃতীয় সারির প্রশ্নঃ





* এই বিচার কার স্বার্থে হয়েছে? এর দ্বারা লাভবান কে?

উত্তরঃ ভারত

* এতে বাংলাদেশের ক্ষতি আছে?

উত্তরঃ এই বিচার দ্বারা পরোক্ষভাবে পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা দুর্বল হবে।

*তাহলে, আমরা কোন স্বার্থে এই বিচার করছি?

উত্তরঃ ......... আমি বলবো কেন? আপনের ঘিলু নাই?

এখানে আরেকটি বিষয় আছে, অস্ত্র মামলায় ফাঁসি দেয়া যায় কিনা?... সংবিধান বুঝিনা তেমন তাই আর এই প্রশ্নে গেলাম না।

বিষয়: বিবিধ

১৬০০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170679
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিচার দেশে হয়েছে রায় ভাৰত থেকে এসেছে। বাংলাদেশের সার্থে যারা এই অস্ত্র এতক করলো তাদের ফাসি দেওয়া হলো ,হায়রে দেশ ?
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
124686
কিওয়ার্ড লিখেছেন : ভাইরে সব আবেগের খেলা Happy
170736
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৩৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে এখন সবকিছু হালাল।
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৭
124688
কিওয়ার্ড লিখেছেন : তবে সবার জন্য না Happy
170740
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৪২
ইবনে হাসেম লিখেছেন : আমরা বাংলাদেশীরা রাজনীতি কম বুঝি, এখনো রাজনীতির "র" ও বুঝি না। এজন্যই আজ আমাদের দেশটাকে নিয়ে ভারত ও তার চেলা আওয়ামী লীগ যতোই ষড়যন্ত্র করছে,দেশবাসীর তাতে টনক নড়ছে না, তারা এর বিরুদ্ধে সামান্য প্রতিবাদ করে রাস্তায় ও নামছেনা। এখন শুধু প্রতীক্ষা. ভারতের পক্ষ থেকে কোনদিন বাংলাদেশকে তাদের দেশের একটি অঙ্গ বলে ঘোষনা দেয়াটা শোনার..
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
124691
কিওয়ার্ড লিখেছেন : ফেসবুকে ফাহাম আব্দুস সালাম একটা কথা বলেছিলেন যে,

"ইন ফ্যাক্ট, ভারত সরকারের নিজস্ব কোনো অঙ্গরাজ্যের ওপর এই রকম সর্বাত্মক নিয়ন্ত্রণ থাকলে বিশাল কৃতিত্ব মনে করতো তাদের কেন্দ্র। আনবিলিভেবল, রিয়েলি।"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File