প্রথম আলোর পলিটিক্যাল মানুইভারিং।

লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ১১ অক্টোবর, ২০১৩, ০১:১৮:২৫ রাত

খবরঃ জনসমর্থনে বিএনপি এগিয়ে। জনপ্রিয়তা বেড়েছে আ. লীগেরও, কমেছে জাপা ও জামায়াতের।

বিএনপির জনপ্রিয়টা বাড়বে পুরাই স্বাভাবিক।

জাপার জনপ্রিয়তা কমবে এটাও স্বাভাবিক ।

আ. লীগের জনপ্রিয়টা বেড়েছে! কিন্তু কেন?

মজার হচ্ছে জামায়াতের জনপ্রিয়তা কমেছে! কিন্তু কেন?

এখানে কয়েকটি কথা না বললেই নয়। জামায়াতের প্রতি মানুষের ঘৃণার কি কারন ঘটেছে ?

১. যুদ্ধাপরাধ/যুদ্ধাপরাধের বিচার?

২. হরতাল বা ভাংচুর?

একই জরিপে বলা হয়েছে.........

(জরিপে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের মাটিতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকে প্রতি দশজনের মধ্যে অন্তত আটজন (৮০ শতাংশ) মানুষ সমর্থন জানিয়েছিলেন। তবে বিচার-প্রক্রিয়া নিয়ে মানুষের মনোভাব মিশ্র। ৫৯ শতাংশ মানুষ মনে করেন, বিচার যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে না।

দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে জনমত বেশ জটিল। এবারের জরিপে জামায়াতের জনসমর্থন ৩ শতাংশের নিচে নেমে গেলেও তাদের রাজনীতি নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছেন ৭০ শতাংশ মানুষ। এমনকি আওয়ামী লীগকে যাঁরা ভোট দিতে চেয়েছেন, তাঁদের মধ্যেও ৩৯ শতাংশ উত্তরদাতা জামায়াতকে নিষিদ্ধ করার পক্ষে মত দেননি।)

প্রথমত যুদ্ধাপরাধঃ

বিচার গুলার যা অবস্থা সরকার করেছে! এদের কাউকে যুদ্ধাপরাধী বলার নৈতিক এখন অবশ্যই সরকারের নেই। আর মানুষ তো সেই দিন ওই এই বিচারকে ঘৃণা শুরু করেছে, যেদিন মাওলানা সাঈদি সাহেব কে ফাঁসি দেওয়া হয়েছে। ( তার প্রমান আওয়ামীলীগ এমপি রনি সাহেব) বলতে গেলে জাতীয় এই গুরুত্বপূর্ণ ইস্যুটাকে সরকার ছোট করে ফেলেছে।

যুদ্ধাপরাধের বিচারঃ

বিচারের অসামঞ্জস্যতা, স্কাইপ কেলেঙ্কারি, সাক্ষি গুম, মন্ত্রীদের আগাম কথা বার্তা, নান্নুর ভিডিও, বিচারের রায় ফাঁসের ঘটনা গুলার পর যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ মনে করেননা এই রকম লোক বোধহয় খুব একটা এই বাংলায় পাবেন না। একজন লিগারকে কানে কানে জিজ্ঞেস করে দ্খেতে পারেন।

হরতাল-ভাংচুরঃ

হরতাল বা ভাংচুরের জন্য বিরোধী দলের জনপ্রিয়তা কমেছে এই রেকর্ড অন্তত এই বাংলাদেশে নেই।

বরং ইসলামের উপর আঘাত ও অন্যায় ভাবে জামায়াতের নেতাদের গ্রেফতার-জুলুমের কারনে ওদের প্রতি মানুষের সহানুভূতি ভাড়ার কথা।

তাহলে কারণটা কি?

আওয়ামীলিগ জনপ্রিয়তা বাড়ার কি কারন ঘটেছে?

এটা কি 3G চালু করার জন্য? না ভাড়ায় বিদ্যুৎতের বেবস্থা করার জন্য? এর বেশি অজনপ্রিয় কাজ আওয়ামীলিগ করেছে।

যদি প্রশ্ন উত্তরগুলো সামাধান না করতে পারেন তবে এটা বিশ্বাস করেন যে, প্রথম আলো পরিস্থিতি ঘোলা করার চেষ্টায় আছে, খুব কৌশলে।

সামনে আওয়ামীলিগের সফলতা ও ব্যর্থতা বিষয়ে লেখার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File