লাথি মার ভাঙরে তালা ( ব্লক সাইট দেখার পথ গুলো। )
লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ০৯ অক্টোবর, ২০১৩, ০১:৪৭:৩৮ রাত
একদম সোজা পথঃ (প্রক্সি সাইটের ব্যাবহার)
ব্লক করা ওয়েবসাইট দেখার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করা হয় তাকে প্রক্সি সাইট বলা হয়। এই প্রক্সি সাইট দিয়ে ব্লক করা বা নিষিদ্ধ সব সাইটে সহজেই প্রবেশ করা যায়। ইন্টারনেটে এরকম শত শত প্রক্সি সাইট রয়েছে, যা দিয়ে ডোমেইনের মাধ্যমে ব্লক করা সাইট দেখা যায় সহজেই।
সিকিউরিটিঃ বেশি ভালো না , তবে সাইট ব্রাউজের জন্য যথেষ্ট।
সুবিধাঃ কোন ইন্সটল এর দরকার নাই।
অসুবিধাঃ বার বার ওয়েব সাইটে যেতে হবে।কোন সাইটে লগইন করলে আপনার ডাটা কার কাছে যাচ্ছে আপনি জানবেন না। মাঝে আপনার প্রিয় সাইট ডাউন বা স্লো পাবেন।
কয়েকটি সাইটঃ
aniscartujo
hidemyass
kproxy
megaproxy
anonproxy
নতুন নতুন বা আরও দরকার হলে Visit google.com! এ যান আর লিখবেনঃ best free proxy site
সবচেয়ে জনপ্রিয়ঃ (সফটওয়্যার ইন্সটল)
vpn সফটওয়্যার এর মাধ্যমে আপনি নিজেকে সিকিউর করতে পারেন । এটি সব চাইতে জনপ্রিয় পদ্ধতি।
সুবিধাঃ বার বার ওয়েব প্রক্সি সাইটে যেতে হবে না।
অসুবিধাঃ ফ্রি হলে বিরক্তি কর অ্যাড অথবা যে কোন ধরণের লিমিট।
এ জন্য হটস্পটশিল্ড সেরা । ডাউনলোড করতে।
hotspotshield
( সফটওয়্যারটি উইন্ডোজের সব সংস্করণ এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। ইনস্টল করার পরে সিস্টেমট্রেতে লাল রঙের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করে Connect/On-এ ক্লিক করলে ওয়েব ব্রাউজারে নতুন একটি পেজ খুলবে এবং হটস্পটশিল্ড সার্ভারের সঙ্গে কানেক্ট হবে এবং কিছুক্ষণ পরে Connected লেখা আসবে ও সিস্টেমট্রের আইকনটির রঙ সবুজ হবে। এখন যে কোনো ব্লক করা সাইট দেখা যাবে। পরে মূল আইপিতে ফিরে আসতে বা নতুন আইপি পেতে ডিসকানেক্ট করতে চাইলে ওই সবুজ আইকনে ক্লিক করে Disconnect/OFF-এ ক্লিক করলেই হবে।)
এছাড়া আরও কয়েকটি
http://www.proxpn.com ( অ্যাকাউন্ট করতে হবে)
http://www.ultrasurf.us,
http://www.privitize.com
http://www.vpnbook.com
আরও জানতে Visit google.com!
আর লিখুনঃ use hotspot shield
সবচাইতে সেরা সিকিউরিটিঃ (টর)
দুনিয়ার সেরা হ্যাকারদের প্রিয় এই ব্রাউজার । এটা পোর্টেবল সফটওয়্যার ।
(এর জন্য প্রথমে ফ্রি এবং বহনযোগ্য টর ব্রাউজার http://www.torproject.org থেকে ডাউনলোড করুন।
এবার আনজিপ করে Start Tor Browser চালু করুন। তাহলে Vidalia Control Panel টর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করবে। সংযোগ স্থাপন হলে বহনযোগ্য মজিলা ফায়ারফক্সটি (টর ব্রাউজার) সক্রিয় অবস্থায় চালু হবে। ফলে Congratulations. You are using Tor. মেসেজ-সম্বলিত টর প্রজেক্টের চেক পেজ আসবে ও একটি আইপি দেয়া হবে।
এখন এই বহনযোগ্য মজিলা ফায়ারফক্সের মাধ্যমে যে কোনো বন্ধ বা ব্লক থাকা ওয়েবসাইট ব্রাউজ করা যাবে।)
অসুবিধাঃ স্পীড একটু কম পাবেন।
টরে আরও সিকিউর হতে হলে জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ, শকওয়েভ বন্ধ করে নিবেন। এগুলো আপনার Anonymity খুব সহজেই ভেস্তে দিতে পারে।
আরও জানতেঃ Visit google.com!
আর লিখুনঃ what is tor
আপনি আনোনিমাস কিনা চেক করতেঃ tracemyip
আরেকটি কথা, সব প্রক্সি সেবাই আপনার ইন্টারনেট সার্ভিসকে স্লো করে।
বিষয়: বিবিধ
২৬৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন