বিডিআর হত্যায় হাসিনা জড়িত ছিল। ( আমাদের সময়ের ৮ তারিখের হট নিউজ)

লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:১৭:১২ রাত

এবার এটা ভারত থেকেই স্বীকার করা হল।

"ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকার প্রবীণ সম্পাদক শেখর গুপ্তের বক্তব্যের মধ্যে তার সমর্থন ও স্বীকৃতিই পাওয়া গেল! বিডিআরের বিলুপ্তি পিলখানার ঘটনার মতো ঘটনা না ঘটিয়ে সম্ভব ছিল না। কাজেই ভারতের স্বার্থে বিডিআর বিলুপ্ত করে তার জায়গায় বর্ডার গার্ড নামে নতুন একটি বাহিনী শেখ হাসিনা সরকার ভারত-বন্ধু হিসেবে তৈরি করেছে, একথা ভারতীয় শাসক মহল থেকে এখন প্রকাশ্যেই বলা হল!" নিচের লিংকে আসল লেখাটি পাবেন।

http://www.amadershomoybd.com/content/2013/09/08/middle0927.htm

এছাড়া আরও কিছু প্রশ্ন আছে যেগুলো সামাধান হাসিনাকেই দিতে হবে, যার জন্য আমরা হাসিনাকেই দায়ী করবো। দেখা যাক প্রশ্ন গুলো......

১. ২৫ ফেব্রুয়ারি সকালে প্রধানন্ত্রির কাছে কি ধরণের গোয়েন্দা তথ্য পাঠানো হয়েছিল?

২. বিডিআরের প্রয়াত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে প্রধানমন্ত্রির সর্বশেষ কি কথা হয়েছিল?

৩. প্রধানমন্ত্রী কেন ২৬ ফেব্রুয়ারির ডিনারে প্রথমে যেতে অস্বীকার করেছিলেন?

৪. ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি কার নির্দেশে বিডিআর হেডকোয়ার্টারের আশপাশের লোকজনকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছিল?

৫. ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কেন লে. কর্নেল মুকিত বিডিআর সদর দফতর থেকে সেনাবাহিনী এবং বিডিআর মহাপরিচালকের বিরুদ্ধে ফ্যাক্স বার্তা পাঠিয়েছিলেন?

৬. বিডিআর সদর দফতরের ৫ নম্বর গেটে সেদিন কেন পুলিশ এবং র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়নি?

৭. প্রধানমন্ত্রী কেন ঘটনা জানার ৪ ঘণ্টা পর নানক এবং আজমকে দায়িত্ব দিয়েছিলেন?

৮. বিডিআর বিদ্রোহীদের যে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, তাদের নাম-ঠিকানা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকার সময় কেন রেজিল্ট্রি করা হয়নি?

৯. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদ্রোহীদের নেতা ডিএডি তৌহিদ জানিয়েছিলেন বিডিআর ডিজিসহ কয়েকজন অফিসারকে হত্যা করা হয়েছে এ বিষয়টি কেন ২৬ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত গোপন করা হলো?

১০. বাংলাদেশ টেলিভিশন সেদিন বিদ্রোহের ঘটনা কেন প্রচার করেনি?

১১. বিদ্রোহীরা কেন প্রধানমন্ত্রীকে ‘আমাদের নেত্রী’ বলে উল্লেখ করেছিল?

১২. কিছু বিদ্রোহী কেন আওয়ামী লীগের দলীয় শ্লোগান ‘জয় বাংলা’ বলে শ্লোগান দিয়েছিল?

১৩. ঘটনার সময় বিডিআর হেডকোয়ার্টারে দেশের বাইরে থেকে একাধিক ফোন কল এসেছিল। তদন্তকারীরা কি এগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন?

১৪. সরকার কেন পুলিশের আইজিকে তদন্ত প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে?

১৫. কারণ ছাড়াই কেন নবনিযুক্ত ঢাকার পুলিশ কমিশনার ইংরেজি মাধ্যমের স্কুলে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করলেন?

১৬. প্রধানমন্ত্রী বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীকে অভিযান চালাতে দিলেন না?

১৭. তথ্য সংগ্রহের নামে সিআইডি দল বিডিআর সদর দফতর থেকে কি সরিয়েছে?

১৮. বিডিআর সদর দফতরে পাহারারত পুলিশ সদস্যরা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে কি ধরনের তথ্য-প্রমাণাদি সেখান থেকে সরিয়েছে?

১৯. ***প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ২৭ ফেব্রুয়ারি কেন পালিয়ে যাওয়া কিছু বিদ্রোহীর সঙ্গে দেখা করতে দুবাই এসেছিলেন?

২০. জয় দুবাই এয়ারপোর্টে কেন পালিয়ে যাওয়া বিদ্রোহীদের হাতে একটি করে ইনভেলপ দিয়েছিলেন? কি ছিল সেই ইনভেলপে?

২১. আন্তর্জাতিক মিডিয়ায় দেয়া বিভিন্ন সাক্ষাৎকারে জয় কেন বাংলাদেশ সেনাবাহিনীর

সমালোচনা করে বিদ্রোহের জন্য সেনাবাহিনীকে দায়ী করলেন?

২২. তদন্ত শেষ হওয়ার আগে জয়কে কেন তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশে আসতে নিষেধ করেছেন?

২৩. সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তি কেন নির্দিষ্ট কয়েকটি দেশের সরকারের কাছে ফোন করে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সেনাবাহিনীর বিদ্রোহ ঠেকাতে সাহায্য চান?

২৪. আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর কেন ২৭ ফেব্রুয়ারি দেশ থেকে

পালানোর চেষ্টা করেছিলেন?

২৫. সরকারের মন্ত্রী ফারুক খান কেন বলেছিলেন আইন-শৃংখলা রক্ষাকারী এবং ডিসিপ্লিনড ফোর্সের মধ্যে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে?

২৬. ২৬ মার্চ আত্মমর্পণের পর রাতের অন্ধকারে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের অন্যান্য নেতা কেন বিডিআর সদর দফতরে গিয়েছিলেন?

২৭. ঘটনার পর থেকে সাবেক ছাত্রনেতা লিয়াকত সিকদার কেন লুকিয়ে আছেন?

২৮. আওয়ামী লীগ এবং এর নেতারা কেন হত্যাকারী এবং তাদের সহযোগীদের বিচার সামরিক আদালতের পরিবর্তে বেসামরিক আদালতে দাবি করছেন?

২৯. আওয়ামীপন্থী একদল সাংবাদিক কেন অব্যাহতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধেপ্রচারণা চালাচ্ছেন এবং বেসামরিক আদালতে বিচার দাবি করছেন?

৩০. ভারতীয় গণমাধ্যমে যে ধরনের বক্তব্য আসছে, ক্ষমতাসীন দলের কণ্ঠে কেন সেই একই ধরনের বক্তব্য?

৩১. পিলখানা ঘটনার দিন একজন সেনা কর্মকর্তার ভাষ্যমতে সকাল সাড়ে এগারটায় হত্যাকান্ড শুরু হয় ঐ সেনাকর্মকর্তা প্রধানমন্ত্রীর সামনে এই সীকারক্তি করেন, কিন্তু প্রশ্ন হলো ভারতীয় মিডিয়া সেদিন কিভাবে তাদের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সকাল দশটায় এখবর নিশ্চিত করে যে, মেজর জেনারেল শাকিল আহমেদ সপরিবারে নিহত হয়েছেন? কিভাবে হত্যাকান্ড ঘটার আগেই ভিনদেশী মিডিয়া এ খবর নিশ্চিত করল? এবং কিভাবে তা পরে সত্য হল? যেখানে ২৬ তারিখের আগে বাংলাদেশের মিডিয়া ও বাংলাদেশ সরকার এখবর নিশ্চিত করতে পারলনা সেখানে ভারতীয় গোয়েন্দা ও মিডিয়া কিভাবে তা নিশ্চিত করল তাও আবার ঘটনা ঘটার আগেই ?

আরও কিছু আছে প্রচলিত। যেমন,

# পিলখানার ভেতরে যখন হত্যাযজ্ঞ চলছিল তখন প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সঙ্গে বসে গোপন বৈঠক করছিলেন। তাদের পাঁচতারা হোটেল থেকে খাবার এনে আপ্যায়ন করেছেন। একই সময়ে প্রধানমন্ত্রীর বাসায় তিন বাহিনীপ্রধান উপস্থিত থাকলেও তাদের ওই বৈঠকে যোগ দিতে দেয়া হয়নি।

# বিমানের ফ্লাইট বিলম্বিত করে কয়েকজন বিদ্রোহীকে বিদেশে চলে যেতে দেয়ার ঘটনাও ঘটেছে।কিন্তু কেন?

# পিলখানার ঘটনায় মূল ষড়যন্ত্রকারীদের সংশিস্নষ্টতা যাতে প্রকাশ না পায়, তার জন্য জিজ্ঞাসাবাদের নামে অনেক বিডিআর সদস্যকে ঠেলে দেয়া হয়েছে রহস্যজনক মৃত্যুর পথে। সেনাবাহিনীর যে ক্ষুব্ধ সদস্যরা বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাদের চাকরি হারাতে হয়েছে।

# ভারত থেকে বিগত বছরের ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে যে এক কোটি মিষ্টিবাহী ট্রাক পাঠানো হয়েছিল, তার সাথে বিডিআরের পোশাক পরিহিত ভারতীয় বেশ কিছু নাগরিক বাংলাদেশে ঢুকেছিল। এসব নাগরিকরাই ২৫ ফেব্রুয়ারির পিলখানার সেনা হত্যার মিশনে অংশ নিয়েছে?

# মহড়ার নামে কিলার গ্রুপকে পিলখানা থেকে রেড ক্রিসেন্টের এ্যাম্বুলেন্সে চড়িয়ে সরিয়ে দিয়ে সরাসরি বিমানবন্দর দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়ার গুজবও রয়েছে।

যা এই অল্প সময়ে পাইলাম।

আরও কয়েকটি আছে খুজলে পাবেন।

বিষয়: বিবিধ

১৭৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File