থ্রিজির তরঙ্গ বিন্যাস ও গ্রাহক সংখ্যা এবং ইন্টারনেট সেবা।
লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:০৮:৪৯ বিকাল
*টেলিটক= ১০ মেগাহার্টজ -------- গ্রাহক = ১৯ লাখ ৮ হাজার।
*গ্রামীনফোন = ১০ মেগাহার্টজ ----- গ্রাহক = ৪ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার।
* রবি = ৫ মেগাহার্টজ ------------ গ্রাহক = ২ কোটি ৭০ লাখ ৭৬ হাজার।
* বাংলালিংক = ৫ মেগাহার্টজ ----- গ্রাহক = ২ কোটি ২৮ লাখ ৯৭ হাজার।
* এয়ারটেল = ৫ মেগাহার্টজ ------- গ্রাহক = ৭৮ লাখ ২১ হাজার।
মেগাহার্টস এবং গ্রাহক হিসেবে সবার উপ্রে আছে টেলিটক ।এই হিসেবে নেট স্পীড সব চাইতে ভালো হওয়ার কথা টেলিটক এর। গ্রাহকদের সেরা স্পীড দিতে কোন সমস্যা তাদের হবে না,
যদি থ্রিজি নেটওয়ার্ক এর মান ঠিক রাখতে পারে। ( সরকারি প্রতিষ্ঠানের তো আবার রোগ থাকে)
এর পর গ্রামীনফোনের ।
তবে নেটওয়ার্ক এর মান আর দ্রুত বিন্যাস আর স্পীড সব মিলেয়ে এবারো গ্রামীণ ওই সাবার আগে থাকবে সম্ভবত । আগামী মাসেই ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণফোনের থ্রিজি সুবিধা চালু করবে বলে তারা ঘোষণা দিয়েছে।
বিটিআরসির মতে, গ্রাহক বেশি আর স্পেকট্রাম কম হওয়ায় রবি আর বাংলালিংকের সেবা খুব একটা ভালো দিতে পারবে কিনা সন্দেহ আছে।
টেলিটক আর এয়ারটেল এই দুই অপারেটর এর নেটওয়ার্ক সম্প্রসারণ করছে হুয়াওয়ে। অন্য গুলো জানা যায় নাই।
এর উপর ও মান নির্ভর করবে।
আর রবি ঘোষণা দিয়েছে ৩.৫ জি'র । এটা সম্ভবত প্রচারণা। স্পীড আর দাম এই ২টা উপরই বুঝা যাবে কে এগিয়ে
নীতিমালা অনুসারে প্রথম পর্যায়ে লাইসেন্স প্রাপ্তির ৯ মাসের মধ্যে অপারেটরগুলোকে ৭টি বিভাগীয় শহরে এবং দ্বিতীয় পর্যায়ে ১৮ মাসের মধ্যে দেশের ৩০ শতাংশ জেলায় এ সেবা চালু করতে হবে। আর তৃতীয় পর্যায়ে দেশের সব জেলায় ৩৬ মাস বা ৩ বছরের মধ্যে এ সেবা চালু করতে হবে।
সময় বলে দেবে, লঙ্কা কত দূর ------
বিষয়: বিবিধ
১৫৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন