"রূহ আফজা" "দুর্নীতি" ও আমাদের সোনার দেশের 2.4/24 ক্যারেট চরিত্র।
লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ২৪ জুলাই, ২০১৩, ০৮:২২:১৪ রাত
এখন ইফতারে এক সম্মানি আইটেম হচ্ছে হামদর্দের "রূহ আফজা"।
কালকে বন্ধুরা সহ রুমে ইফতারের সময় শরবত বানাচ্ছি, এই সময় এক বন্ধু বলল রুহ আফজা বানাতে বেশির ভাগ মিঠাই ব্যাবহার করা হয়। আগে ভালো ছিল। ওর এক আত্মীয় ঐখানে কাজ করে।
শালা ইফতারির সময় বিরক্তি।
মনে মনে হামদর্দের প্রতিও একটা বিরক্তি এলো। যদি ওয়াকফ করা প্রতিষ্ঠান এই সব করে তবে বিশ্বাস কার প্রতি রাখা যায়? তাদের তো লাভের চিন্তা নাই!
সব গুলাই চোর। নাহ এইটা তো চুরি না ।
তাইলে ডাকাতি! তাও তো হয়না। তাইলে ...
হু, জালিয়াতি বললেই মনে হয় যুক্তি যুক্ত।
তো সমস্যা অন্য জায়গায়... সব গুলা প্রতিষ্ঠান চোর হয় কেন?
শিবির সভাপতির একটা ভাষণ শুনে চিলাম, উনি একটা উদাহরন দিলেন,
মায়ের এক সন্তান একদিন বাসের ভাড়া না দিয়ে বাসায় এসে বলল, 'আমি আজকে ভাড়া না দিয়ে আসছি, কনট্রাকটর বুঝতে পারে নাই।
মা খুশি আমার এই ছেলে অনেক বুদ্ধিমান, কিন্তু তার এই ছেলে যা করলো তা ছিল বুদ্ধিমানের কাজ? না ফাঁকিবাজের কাজ?'
যদি নেপোলিয়েন এই "মা" পান, তবে তিনি কি জাতি গঠন করবেন বলেন তো?
তো সমস্যা আসলেই মূলেই। আমরা অনেকেই ২ নম্বরির সাথে জড়িত। কিন্তু আরেক জনেরে গালি দিতেও ছাড়িনা! কি লাভ হবে নিজের এই মুখ খারাপ করায়?
নিজে ভালো যদি হতে পারি তাহলে অন্তত পরবর্তী প্রজন্মে কয়েক জন ভালো মানুষ রেখে যেতে পারব।
অবশ্য ভালো হওয়া সহজ নয়। এর ফলটাও সাধারন নয়।
বিষয়: বিবিধ
২৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন