আমার দৃষ্টিতে রাজাকার

লিখেছেন লিখেছেন কিওয়ার্ড ১৯ জুলাই, ২০১৩, ০৬:৩৫:০৯ সন্ধ্যা

রাজাকার জিনিস টা আমার কাছে অন্য রকম।

যেমন ধরি, বাংলাদেশ ভাগ হয়ে যাচ্ছে। একদিকে ঢাকা এবং অন্যান্য বিভাগ আর

অন্যদিকে শুধু চট্টগ্রাম ।

আপনি কোন দিকে যাবেন? ঢাকা না চট্টগ্রাম? আমি একটু ভিন্ন চাই। সেটা হবে আমি আগের বাংলাদেশ চাই। এজন্য আমি বিশৃঙ্খলা কারিদের বিপক্ষে।

এটা আমার অন্যায় না দেশ প্রেম?

কিন্তু এজন্য আমি কোন অপরাধ করলে তা অবশ্যই বিচারের যোগ্য। সেই জন্য রাজাকার আমার কাছে সঠিক দেশপ্রেমিক। কিন্তু যুদ্ধাপরাধী নয় । এরা অবশ্যই বিচারের যোগ্য।

বিষয়টা আরও বুঝবেন গত ৪২ বছরের ইতিহাসের দিকে তাকান। দেশের জন্য কে কাজ করছে? কারা সঠিক দেশসেবা করছে? মিডিয়ার প্রচার যাই হোক আমার বিবেক তো মৃত নয়।

তাই আমি রাজাকারের পক্ষে।

কিন্তু রাজাকারের জঘন্য উদাহরণটা আমাদের হিন্দুরা। বিশ্বাস করেন আর নাই করেন।

যেমন এই দেশে ভালো কামাই করার পরে ওদের বেশির ভাগের ইচ্ছা থাকে ইন্ডিয়ায় একটা বাড়ি করা।

প্রায়ই শুনবেন, এই দেশে কোন হিন্দু মারা গেলে বা কোন ঘটনায় ওদের পক্ষে ন্যায় বিচার না হলে ।তারা একটা ডায়ালগ দেয় আমরা দেশ ছেড়ে চলে যাব। এই দেশে আমরা ন্যায় বিচার পাইনা। বা এই টাইপের কিছু একটা।

কিন্তু কয়জন রাজাকার এই দেশ ছেড়েছেন? বা কথায় কথায় এই দেশ ছাড়ার ঘোষণা দেয় বা ইচ্ছা পোষণ করে?

তাই অন্যায় প্রমাণের আগে কারও ফাঁসি চাইতে পারিনা। তাকে কোন অপবাদ দিতে পারিনা। আমি বিশ্বাস করি আমি যেমন এই বাংলাদেশের সন্তান তারাও এই দেশের ভূমি পুত্র।

বিষয়: রাজনীতি

১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File