রক্তাক্ত কাশ্মীর ও গণমাধ্যম!
লিখেছেন লিখেছেন মোয়াজ্জেম হুসাইন সায়েম ১১ জুলাই, ২০১৬, ১০:০৯:২৯ রাত
#FreeKashmir
.
"জাকির নায়েককে সমর্থন করুন। নয়তোবা একদিন দেখতে হবে কোরআন নিষিদ্ধ হয়ে গেছে!"
বিশ্বের বহুল জনপ্রিয় ভারতীয় ইসলামী বক্তা জাকির নায়েকের পক্ষে এই টুইট করার পর পুলিশের হাতে নিহত হন কাশ্মীরের তরুণ সমাজের অঘোষিত আইডল মাত্র ২২ বছর বয়সী হিজবুল মুজাহিদীনের নেতা বুরহান মুজাফফর ওয়ানি। আর তার মৃত্যু সংবাদে বিক্ষোভে ফেটে পড়েছে কাশ্মীর। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই নেমে এসেছে রাজপথে। স্বাধীনতাকামী কাশ্মীরিদের মধ্যে আবারও জেগে উঠেছে স্বাধীনতার নেশা। ইতিমধ্যেই ৩০ এর অধিক কাশ্মীরিকে গুলি করে হত্যা করেছে ভারতের সেবাদাস পুলিশ। কাশ্মীরিরা ভারতের সাথে থাকতে চায়না। তবু জোর করে তাদের দখল করে রেখেছে আধিপত্যবাদী ভারত। একের পর এক বাছাই করে ধরে নিয়ে হত্যা করছে স্বাধীনতাকামী যুবকদের। পুরুষেরা হারিয়ে যাচ্ছে। স্বামীহারা নারী আর পিতৃহারা শিশুরাই যেন ওখানকার জনগন। গণমাধ্যমের পরিভাষায় 'বিচ্ছিন্নতাবাদী' হচ্ছে যুবকেরা। বাধ্য হয়েই অস্ত্র হাতে তুলে নিচ্ছে। কেউ তাদের সাথে নেই। এরই মাঝে গণমাধ্যমগুলিও ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে। একতরফা উস্কানিমূলক হত্যাকান্ডের পরও স্বাধীনতাকামীদের উপর সম্পূর্ণ দোষ চাপানো যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, বিগত দিনগুলিতে বাংলাদেশের গণমাধ্যমগুলি তাদের প্রতি কিছুটা সহানুভূতিশীল থাকলেও অদ্য তার ব্যত্যয় ঘটছে। বিশ্ব মিডিয়া ও ভারতীয় মিডিয়ার সাথে তাল মিলিয়ে তারাও প্রায় একতরফা সংবাদ প্রচার শুরু করেছে। যেমন- সহিংসতায় এতোজন নিহত হয়েছে লিখছে, কিন্তু কেন সহিংসতা বা কারা নিহত হয়েছে, সেটা স্পষ্ট নেই। পক্ষান্তরে নির্যাতিতরা বিক্ষুব্ধ হয়ে যে টুকটাক অবরোধ বা ভাংচুর করছে, সেটাকেই ফলাও করে প্রচার করা হচ্ছে, যেন সব দোষ তাদেরই! এমতাবস্থায় ডা. জাকির নায়েকের 'মিডিয়ার অপরিহার্যতা' সংক্রান্ত বক্তব্যগুলি বেশ মনে পড়ছে।
.
#SupportZakirNaik
.
#লাল_ভাই।
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুবই বেদনাদায়ক। নিন্দা জানানোর ভাষা নেই!!
Support Peace TV.
#Support_peace_Tv
#Stop_yellow_journalism
#Free_Kashmir
#Stop_killing
মন্তব্য করতে লগইন করুন