সাবাস! চ্যাতনার উন্নতি ঘটছে!!
লিখেছেন লিখেছেন মোয়াজ্জেম হুসাইন সায়েম ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩৬:১২ সকাল
খবরঃ ধানমন্ডিতে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাড়ি থামিয়ে তরুণ-তরুণীর ড্যান্স!
শুক্রবার। পড়ন্ত বিকেল। ছুটির দিন তাই রাজধানীর রাস্তারাও একটু বিশ্রামে আছে। গণপরিবহনের চাইতে প্রাইভেট গাড়ীর চলাচল বেশী। এমন সময় ধানমন্ডি এলাকার রাস্তার মাঝখানে লাউড স্পিকারে বেজে উঠল গান। সেই গানের তালে গাড়ি থামিয়ে নাচতে শুরু করল এক দল আবেদনময়ী তরুণী। পেছনে কয়েকজন তরুণও। সবার পরনে হলুদ রঙের টি-শার্ট। হেলে দুলে প্রায় মিনিট পাচেক নাচলো তারা। রাস্তার পাশের পথচারীরা, থেমে থাকা গাড়ীর যাত্রীরা হতবাক। কেউ আবার বিব্রত! কি হচ্ছে এসব। ট্রাফিক কোথায়? কোথায় প্রশাসন? হ্যাঁ! একটু দূরেই দেখা মিললো পুলিশের। উনারাও টি-ষ্টলে চায়ের কাপে চুমুক দিতে দিতে নৃত্য উপভোগ করছেন!
থেমে থাকা গাড়ীর যাত্রীদের মেজাজ সপ্তমে। দেখতে দেখতে অনেক লম্বা যানজটও লেগে গেল। রাস্তা ছেড়ে দেয়ার জন্য অনেকেই টানা হরণ বাজিয়ে চলছেন। এক ড্রাইভারকে ট্রাফিকের এক সার্জেন্ট এসে ধমক দিলেন, "কখন হরণ বাজাতে হয় জানেন না? মিসইউজ করেন কেনো? জানেন আমি চাইলে এখনই হর্ণ মিসইউজের মামলা দিতে পারি!"
এমন ‘হঠাৎ নাচে’র কারণ খুঁজতে যেয়ে জানা গেল, এটা আসলে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি। আয়োজন করেছে ইউএনএফপিএ।
গত টি২০ বিশ্বকাপের সময় দেশের বিভিন্ন জায়গায় "ফ্ল্যাশ মব" নামে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা এমন নৃত্য পরিবেশন করেছিলো। মূলত তখন থেকেই এর সাথে বাংলাদেশীদের পরিচয়।
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এদেরকে কিভাবে আবেদনময়ী বললেন ?
ভাইয়া, আরো কতকিছু যে দেখা যাবে ক্ষনে ক্ষনে তার কি শেষ আছে।
আর নাচ দেখাইয়া মানুষ কে করবে সচেতন!!!
ড্রাইভারের তো সাহস কম না ? লোকটা নাচ দেখছে আর ও কিনা হর্ণ বাজাচ্ছে.......।
মন্তব্য করতে লগইন করুন