ফকির থেকে কোটিপতি , মুচি থেকে সমাজ সেবক , আর কিলার থেকে জনসেবক আর দেখতে চাইনা আমরা ।
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ১৩ জানুয়ারি, ২০১৬, ০৮:০৫:৪৩ সকাল
জঙ্গি জঙ্গি ফ্লপ নাটকের পর এবার ওরা নতুন নাটক শুরু করেছে, কিছুদিন আগে হাসিনা বিএনপি কে ম্যনশন করে বলেছেন সেনাবাহিনির হত্যাকাণ্ডের পেছনে নাকি খালেদা জিয়ার হাত আছে , ওদের অবৈধ ঘোষণা করা উচিৎ, বিএনপির বিচার হওয়া উচিৎ , আরও অনেক সেই চিরচেনা হাসিনার বস্তিবাসী মার্কা মন্তব্য !
জামায়াত বিএনপির অধিকাংশ নেতাদের ফাসিতে ঝুলিয়েও যখন দেখছেন জনগনের সমর্থন আওয়ামীলীগের পেছনে নেই , ঠিক তখন আবার নতুন নাটক বিএনপি কে অবৈধ ঘোষণা করা ও বিডিয়ার হত্যাকন্ডের সাথে খালেদা তারেকে্র যোগসাজশ দেখিয়ে অবৈধ বিচারের নামে ফাঁসিতে ঝুলানো ।
এরপর আর বড় দল গুলো বলতে কেউ থাকবে না হাসিনা একাই শাসন করে লুটে পুঁটে খাবে ভারত দাদাদের সাথে ,
কি প্লান বাহবা না দিয়ে পারা যায় না ?
হাসিনার মারাত্তক সব প্লান দেখলে মনে হয় রাজনীতির মাঠে হাসিনার মতো একজন দক্ষ হিটলার টাইপ খেলোয়াড় জাতির জন্য আজ বড়ই প্রয়োজন ।
সেলফি তুলা বিএনপির ইদ পরবর্তী আন্দোলনের জন্য বসে থাকতে থাকতে জনগন আজ অনেকটাই ক্লান্ত । তাই বিএনপির উপরেও আমরা আস্থা করতে পারছি না কারন তাদের বেশিরভাগ সময় সেলফি তুলতেই দিন পার হয় ।
কি আর করা ?
আমরাও অপেক্ষা করি কবে বাংলাদেশে হাসিনাকে দমানোর জন্য ঠিক হাসিনার মতনই আরেকজনের উদ্ভব হবে ।
জনগন নতুন কিছু আবার দেখতে পারবে কবে সেইদিনের অপেক্ষায় ।
মোট কথা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের অধিকার চাই , শুধু নিজেদের স্বার্থে ক্ষমতায় আসা নেতাদের ফকির থেকে কোটিপতি , মুচি থেকে সমাজ সেবক , আর কিলার থেকে জনসেবক আর দেখতে চাইনা আমরা ।
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন