একদমই না পারি কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি ?

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩১:২৮ সকাল

সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বাচ্চাদের কে নিয়ে স্কুলে যাওয়া ।

যেতে যেতে অনেক মানুষকেই দেখি তারাও বাচ্চাদের কে নিয়ে স্কুলও যায় ।

দেখলাম ৪ টা বাচ্চা হাঁটছে সাথে মা কোলে কুকুর নিয়ে হাঁটছে । বাচ্চা গুলো অসম্ভব সুন্দর অবশ্য (অ্যামেরিকান ) । সাথে মায়ের কোলে থাকা বড়সড় নাদুস নুদুস কুকুর টাও দেখলাম । এর মধ্যে স্কুলেও পৌঁছে গেলাম , সাথে ওরাও (অ্যামেরিকান ) আসছিল । দেখলাম ছুটো বাচ্চাদের ওর মা বলছে goodbye, sweetie , love yoo ...

সাথে বাচ্চা গুলো একসাথে বলল love you mama ...

ঘটনা শেষ ,

কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগল মায়ের মমতা কি শুধু সুইটি আর লাভ ইউ এর মধ্যেই সীমাবদ্ধ থাকলো ? কুকুরটাকে কোলে না নিয়ে বাচ্চা গুলোকে কোলে নিলে কি হতো ?

বাচ্চা গুলো দেখতে সুন্দর হলেও স্কুলের জন্য গেটআপ যথেষ্ট ভালো ছিল না । মানে পরিষ্কার পরিচ্ছন হয়ে স্কুলে যাবার একটা ব্যাপার আছে সেরকম ।

এই হল ওয়েস্টার্ন মায়েদের ভালবাসা ! বেশিরভাগ মায়েদেরকে আমি এমনটা দেখেছি , এমনকি ইন্ডিয়ান , নেপালি , বাংলাদেশীরাও , সুইটি আর লাভ ইউ বলাতে পিছিয়ে নেই । বোঝা যায় আমেরিকানদের সংস্কৃতি খুব ভালভাবেই আমরা এশিয়ান পিপুল আয়ত্তে আনতে পেরেছি। তবে এগুলো বলাও দোষের না , কিন্তু মুসলমান হলে বাচ্চাদের সালাম দেওয়া শেখানোই ভালো ।

একজন মাই-ই পারে তার বাচ্চাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ।

তাই ছুটো বেলা থেকে আদব কায়দা সালাম দেওয়া সব শেখানো উচিৎ ,

বিশেষ করে মুসলমান দের জন্য অনেক বেশী জরুরী ।

ভালো কিছু শিখি , খারাপ কিছু নাইবা শিখলাম

একদমই না পারি কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি ?



বিষয়: বিবিধ

১৩৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269788
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেখানে বন্ধন কেবল অর্থের জন্য (ট্যাক্স বেনিফিট ও অন্যান্য)। সেখানে আর কি আসা করা যায়।
০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৮
215434
কাঁচের বালি লিখেছেন : হয়তো
269859
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৩
আফরা লিখেছেন : একজন মাই-ই পারে তার বাচ্চাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ।কাজেই মাকেই আগে আদর্শ নারী হতে হবে ।
০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৯
215435
কাঁচের বালি লিখেছেন : ঠিক বলেছেন
271338
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : একজন মাই-ই পারে তার বাচ্চাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ।কাজেই মাকেই আগে আদর্শ নারী হতে হবে । Loser Loser

সুন্দর পোস্ট Thumbs Up অ-ন্নে-ক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকিল্লাহু খাইর। Rose Good Luck Good Luck Rose
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৩৯
218066
কাঁচের বালি লিখেছেন : ধন্যবাদ সূর্যের পাশে হারিকেন আপনাকে
271340
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা লিখেছেন : একজন মাই-ই পারে তার বাচ্চাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ।কাজেই মাকেই আগে আদর্শ নারী হতে হব!
সহমত
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৩৯
218065
কাঁচের বালি লিখেছেন : ধন্যবাদ মাহবুবা আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File