জনগণ সরকারের কর্মচারী নাকি সরকার জনগণের ?
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ১২ মে, ২০১৪, ০২:৩৬:৫৬ রাত
বাংলাদেশ নামক রাষ্ট্রটি পুরো মাত্রায় প্রজাতন্ত্র। অর্থাৎ জনগণই ক্ষমতার মূল শক্তি।
সংবিধানের ১৫২ (২) অনুচ্ছেদে - সরকারি কর্মচারী বলতে কি বোঝায় তার ব্যাখ্যায় বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী’ অর্থ প্রজাতন্ত্রের কর্মে বেতনাদিযুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত কোনো ব্যক্তি ।
সরাসরি বাংলা ভাষায় যাকে বলে জনগণের টাকায় বেতনভুক্ত কর্মচারী ,
প্রশাসন বা প্রজাতন্ত্রের কর্মচারীদের যেভাবে যথেচ্ছভাবে নিজ স্বার্থে ব্যবহার করেছে এবং করছে তা অনাকাক্ষিত এবং অকল্পনীয় !
জগননের টাকায় এই সব সরকারী কর্মচারীরা জনগণকে ভোগান্তিতে রেখেছে দিনের পর দিন ।
ক্ষমতার অপব্যাবহার করে যা খুশী তাই করছে , এই অনাচার এই সরকারের আমলে বেশী লক্ষণীয় আরেক বার ঘটেছিল স্বাধীনতার পরবর্তী সময়ে ।
ক্ষমতাসীনদের মাথায় একটা জিনিসই বেশী লক্ষণীয় থাকে আমরাই রাষ্ট্রের হর্তাকর্তা !
সরকারী কর্মচারীদের একটা বিষয় মাথায় রাখা উচিৎ তারা জনগণের সেবার জন্যই এই পদে অধিষ্ঠিত হয়েছে , কিন্তু আমাদের দেশের কর্মচারীদেরকে দেখলে মনে হয় ওরা নিজেদের আখের গোছানর জন্যই এই পদে বসে , জনগণের কথা বেমালুম ভুলে যায় ।
আমরা জনগণ যেই অভাগা সেই অভগায় থেকে যায় ।
মাঝ থেকে শুধু ক্ষমতা পরিবর্তন হয়
জনগণের ভাগ্যের আর কোন পরিবর্তন হয় না ।
এভাবে আর কতদিন চলবে ?
একটা পরিবর্তন কি হবে না ?
নির্যাতন , নিপীড়ন , অধিকার বঞ্চিত , অসহায় জনগণ আর কতকাল ক্ষমতাসীনদের হাতের পুতুল হয়ে নাচবো ?
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ বেতন চাহিদা মত না দিলে তো উল্টা পাল্টা কাজ করবেই
মন্তব্য করতে লগইন করুন