ও লাশ তুমি কি ? -----------------------
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ০৩ মে, ২০১৪, ১০:৩৮:১৫ সকাল
ও লাশ !
তুমি কার মায়ের
বুক খালি করেছ !?
ও লাশ !
তুমি কোন বাবার
বুকের মানিককে কেড়ে নিয়েছ ?
চারিদিকে আতংক
অসহায়ত্ব ,
বোবা আর্তনাদে
ভারি হয়ে উতছে আকাশ বাতাস !
কেন আজ গোপনে
গণতন্ত্র কে কবর দেওয়া হয় !
কেন বাক স্বাধীনতার
মুখে এসিড ঢেলে দেওয়া হয় ?
শুধু কি ক্ষমতায়ের লড়াইয়ে
বেঁচে থাকার জন্য
এই অসংখ্য লাশ !?
শুধু কি নিজের অধিপত্য
বিরাজ করার জন্যই
এই সারি সারি লাশ,
গুম হওয়া লাশ !
হাজারো মানুষের বুক ফাটা কান্না
তোমরা কি শুনতে পাও না ?
তোমরা কি মানুষ !
কেন নিজের ভাইকে লাশ বানাচ্ছো ?
মানবতা শব্দটা কি ওরা ভুলে গেল ?
হায় !!
কে জানে রাস্তায় হেঁটে চলার মানুষের মধ্যে
এই আমিই একদিন হয়ে যাবো
লাশ !
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন