শিরোনামহীন -------------------
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ১১ মার্চ, ২০১৪, ০৩:৩৪:৩২ রাত
বিবেক হীন সমাজ
মন্ডুহীন ঘেলু্
পেশী শক্তির ছড়াছড়ি
ক্রমশ : মানুষ থেকে
মানুষখেকোতে রূপান্তরিত
হচ্ছি এই আমরা !
অর্থহীন শব্দগুলোতে
বিষাক্ত হয়েছে পৃথিবী
বৈরি মানুষের অভয়ারণ্য
মানবিকতার সব সীমা,
ছাড়িয়ে নিষ্ঠুরতার বলি
হয়েছে অবহেলিত
ভালো মানুষ গুলো !
স্নেহ মায়া বিহীন
বদ্ধ সমাজের বাসিন্দা ,
সমাজ পতিদের
রক্ত চক্ষুকে ভয় পেয়ে
নত শীরে বেড়ে উঠছে
আমাদের ভবিষ্যৎ রক্ত ।
কাগজের পাতায় পাতায়
বড় বড় দীর্ঘশ্বাস !
এই যেন শুধুই
মনুষ্যত্বহীন মানুষ যন্ত্রের গল্প
পাগলের প্রলাপের মত লিখে যাই
কবিতার জন্য নয়,
একটি সুন্দর পৃথিবীর জন্য !
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-01920144834
ব্যবস্থাপনা সম্পাদক
মন্তব্য করতে লগইন করুন