বিএনপি নামে একটি দল ছিল এটা কিছুদিন পর মানুষ জাদুঘরে গিয়ে দেখে আসবে ।
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ৩০ নভেম্বর, ২০১৩, ০৯:৩৯:৪৯ সকাল
বিএনপি নামে একটি দল ছিল এটা কিছুদিন পর মানুষ জাদুঘরে গিয়ে দেখে আসবে ।
একটি ভাষণ শুনন
খালেদা জিয়া ঃ- আজকের আন্দোলন , দেশ রক্ষার আন্দোলন , নেতাদের উদ্দেশ্যে বলছেন আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন ।
নেতা কর্মী ঃ- ইয়েস ম্যডাম ,এটা বলেছেন নেত্রীর সামনে । আর এখন যেটা লিখব সেটা বলছেন মনে মনে এবং কৃত কর্মে --- আপনি আন্দোলনের ডাক দেন আমরা ঘরে বসে---- টিভি দেখে আন্দোলন সফল করবো ইনশাল্লাহ । যদি পুলিশ আসে এএ এএ তাহলে আমরা বউয়ের আচলের তলে লুকাবো ---না হয় চকির তলে !!??
এই যদি হয় বিএনপি নেতা কর্মীদের অবস্থা তাহলে দুই দিনপর আমাদের কে জাদুঘরে গিয়ে এই বিশাল দলটির অস্তিত্ব দেখতে হবে ।
আমার নিজের দেখা অভিজ্ঞতা থেকে একটা উদাহরণ দেই , বিএনপির নেতা কর্মীদের কাজই হল --- "আমি কি হনু রে" এই টাইপের অবস্থা ।
আন্দোলনের রাস্তায় থাকুক আর না থাকুক মুখের কথায় যেন মনে হবে এরা অলরেডি রাস্তায় আন্দোলন করে ঘরে ফিরছে ।
তাই একটা ফ্রি উপদেশ দেই আন্দোলন করেন ,নাই পরবর্তীতে জামায়াত/ শিবিরের কাছে মাইর খাওয়া লাগবে কারণ তারা রাজপথে যেই পরিমাণ আন্দোলন করছে পরবর্তীতে গিয়ে যদি আপনারা দাবী করেন আমরাই বিএনপির নেতাকর্মী আন্দোলন সফল করলাম !!
এই কথা বলা মাত্রই মাইর পড়বে , তাই দেশ আর দলের জন্য রাস্তায় নামেন - এখন সময় আছে ।
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন