অন্ধ কারাচ্ছন্ন , অন্ধকার পৃথিবীতে টিকে থাকায় এক প্রাপ্তি !

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ২৯ অক্টোবর, ২০১৩, ০৮:৪৮:৩২ সকাল

অন্ধ কারাচ্ছন্ন , অন্ধকার পৃথিবীতে টিকে থাকায় এক প্রাপ্তি !

শেষ বিকেলের সূর্যের আলোটা চোখে পড়তেই চোখটা বন্ধ হয়ে আসে

মনে হয় কতদিন পর বুঝি সূর্যের দেখা পেলাম ।

দুই হাত ছড়িয়ে চোখ বন্ধ করে সূর্যকে আলিঙ্গন ,অতঃপর ----------

আবার সেই রাতের বিদঘুটে অন্ধকার !!

মাঝে মাঝে ভাবি কি লাভ হল সূর্যকে আলিঙ্গন করে ।

ও তো শুধু আমার নয়------------

একদিকে আমার অস্তিত্ব আরেকদিকে আমার মূল্যহীন ভালবাসা ।

প্রতি মুহূর্ত ঘৃণার সাথে হয় আমার মিত্রতা

প্রতি মুহূর্তে অবহেলার সাথে হয় আমার বন্ধুত্ব ---

আমার অপরাধ কি পাহাড় সমান

আমার ভালবাসা কি অতি তুচ্ছ ??

আমি দেখাতে যাবনা তুমি আমার কি ছিলে

আমি বার বার আর বলবো না আমি তোমাকে ভালবাসি

কারন ----------

সেই আলোর পথ আর আমার জানা নেই

সেই সূর্যের সাথে আর আমার দেখা হয় না

মৃত্যু কে কতবার কাছে চেয়েছি

ও আসেনি ক্ষত বিক্ষত করেছি এই বিশ্রী জীবনকে ।

কিছু কথা , কিছু স্মৃতি হাস্যকর হয়ে বেঁচে থাক স্মৃতির এ্যলবামে ।

ঝরা মালাটি আর দ্বিতীয় বার গাঁথা হল না //





বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271431
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
আমি বার বার আর বলবো না আমি তোমাকে ভালবাসি

কারন ----------

সেই আলোর পথ আর আমার জানা নেই

সেই সূর্যের সাথে আর আমার দেখা হয় না

মৃত্যু কে কতবার কাছে চেয়েছি

ও আসেনি ক্ষত বিক্ষত করেছি এই বিশ্রী জীবনকে ।
Sad Sad Sad
274164
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৩৩
কাঁচের বালি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File