চন্দ্রিমা উত্সর্গ ------------

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ১২ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:০৬:২৪ রাত

চন্দ্রিমা উত্সর্গ -------------

শ্রাবনের শুকনো চাঁদ আকাশে দেদীপ্যমান

শীতের কুয়াশামলীন রাতে অন্তহীন আচ্ছন্নতায় বিমুগ্ধ

এক ঝাঁক পাখির ডানায় শুনি তোমার কলতান

পাশের বিলে মাছের টুপ টাপ শব্দ, মৃদু বাতাস

মনে হয় তুমি পাশে বসে আছো চন্দ্রিমা

হয়ত তাই প্রতি মুহূর্তে তোমার অস্থিত্ব

ঐ যে দূর বহু দূর আকাশে তুমি

সদা হাস্য উজ্জল মুক্ত বিকশিত হাসি

সৌন্দর্যের অপার উত্স

সঞ্চারিত আমার প্রাণে নির্মল উচ্ছাস

ময়না পাখি

বিষয়: বিবিধ

১৪০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File