একটি কথার কথামালা

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৩৬:১১ রাত

তাপমাত্রা ১০০ ডিগ্রি প্রচণ্ড গরম

স্প্যানিশ কিশোরী ঃ- তোমার গরম লাগে না এই কাপড়ে ?

বোরখা পড়া মহিলা ঃ- লাগে কিন্তু অভ্যাস হয়ে গেছে ,

স্প্যানিশ কিশোরী ঃ- তুমি এই কাপড় কেন পড় ?

বোরখা পড়া মহিলা ঃ আমি আমার ধর্ম কে বিশ্বাস করি , ইসলাম ধর্মে বলা আছে মহিলারা বোরখা ( Abaya ) পড়বে এবং তাদের সৌন্দর্য ঢাকা থাকবে, ।

স্প্যানিশ কিশোরী ঃ- তোমাকে সুন্দর দেখাচ্ছে এই পোশাকে , কিন্তু আমি অনেক মুসলিম কে দেখেছি তারা এমন তা পড়ে না !!!

বোরখা পড়া মহিলা ঃ (একটু চুপ থেকে ) ধন্যবাদ , কেন পড়েনা এটা তো বলতে পারবো না , কিন্তু ইসলাম পর্দার সাথে মেয়েদের কে চলতে বলেছে , আর আমি সেটাই করছি ।

তারপর মিষ্টি করে দুজনেই হাসলো ... এবং বিদায় নিল //

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File