মুসলিমদের আমেরিকা আবিস্কার কলম্বাসেরও ৬০৩ বছর আগে!! ===================================

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৪৫:৩৪ রাত

মুসলিমদের আমেরিকা আবিস্কার কলম্বাসেরও ৬০৩ বছর আগে!!

===================================

দূর্ভাগ্যজনকভাবে সারা বিশ্বে একটি Myth প্রচলিত যে মুসলিমরা আমেরিকাতে [যুক্তরাষ্ট্র] বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের পরে এসেছে! এই Myth প্রায় সব অমুসলিম ও বেশিরভাগ মুসলিমরই বিশ্বাস, কিন্তু বাস্তবতা সেটা থেকে পুরোপুরিই ভিন্ন!! বাস্তবতা হল আমরা মুসলিমরা আমেরিকাতে অনেক আগে থেকেই ছিলাম, আমরা ইউরোপীয়ানদেরও ৬০৩ বছর আগেই আমেরিকাতে এসেছিলাম!!!

[জানি তথ্যটি হজম করতে সমস্যা হচ্ছে তাই পুরো লেখাটা পড়লে মনে হয় হজমে সুবিধা হবে, ইন-শা-আল্লাহ আশা করি বদ হজম হবে না!]

আমরা মুসলিমরা, আমেরিকাতে বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের অনেক আগেই ছিলাম। উনবিংশ শতাব্দীর শেষ পঞ্চাশোর্ধে আমরা মুসলিমরা ‘Cowboy & Indian’-দের সাথে আমেরিকান ওয়াইল্ড ওয়েস্টদের শান্ত ও স্থির হতে সহায়তা করি। আমরা মুসলিমরা ১৮৬১-১৮৬৫ পর্যন্ত আমেরিকার গৃহযুদ্ধের সময় আমেরিকান ইউনিয়ন রক্ষার্থে যুদ্ধ করেছিলাম। আমরা মুসলিমরা ১৮১২ সালে অস্ত্র হাতে আমেরিকার উপকূলীয় অঞ্চল বৃটিশদের আক্রমণের হাত থেকে রক্ষার্থে প্রস্তুত ছিলাম। আমরা মুসলিমরা আমেরিকার স্বাধীনতা ও বিপ্লবের সময় বৃটিশদের বিরুদ্ধে ১৭৭৬ সাল থেকে যে যুদ্ধ শুরু হয় সেটাতে অংশ নিয়েছিলাম। আমরা মুসলিমরা, যুক্তরাষ্ট্র হওয়ার আগে [১৭৭৬ এর পূর্বে] আমেরিকার দক্ষিণের [আমেরিক তখন দুইটা অংশে বিভক্ত ছিল উত্তর ও দক্ষিন] কৃষির ভিত্তি স্থাপন করি। আমরা মুসলিমরা ষোড়শ শতাব্দীতে Spanish Conquistador [Spanish Conqueror]-দের সাথে আমেরিকাতে অভিযান [Exploration] চালায়। আমরা মুসলিমরা ১৪৯২ সালে যখন কলম্বাস কথিত আমেরিকা ‘আবিষ্কার’ করে তখন আমরা তার সাথেই ছিলাম! আর হ্যাঁ অবশ্যই, আমরা মুসলিমরা, কলম্বাস জন্মানোর বহু আগেই আমেরিকাতে ছিলাম!! কিছু উদহারণ দিলে জিনিষটা পরিষ্কার হবে:

তাহলে শুরু করা যাক ঐ সকল মুসলিমদের দিয়ে যারা কলম্বাসের আগে আমেরিকাতে এসেছিল:

প্রাচীন আরবি উৎস যেটা নির্দেশ করে সেটা হল, মুসলিম আন্দালুসিয়া [Al Andalus/Andalusia or Spain under the Muslims] থেকে কমপক্ষে ৩ টি মুসলিম Voyage নতুন বিশ্ব [New World]-এ যায়! ৮৮৯ খৃষ্টাব্দে আব্দুল হাশেম আলী ইবন্‌ আল হুসাইন আলী আল মাসউদি [জীবনকাল ৮৭১-৯৫৭ খৃষ্টাব্দ] স্বর্ণ, মূল্যবান বস্তু সমূহে লিখেন খিশখাশ ইবন্‌ সাইদ ইবন্‌ আসওয়াদের সমুদ্র যাত্রা নিয়ে যেটা কলম্বাসের যাত্রার ৬০৩ সাল পূর্বে!! বর্ণনানুসারে, ইবন্‌ আসওয়াদ পশ্চিমের দিকে [স্পেন থেকে আমেরিকার দিকে] স্পেনের ‘পালোস’ [Palos] থেকে যাত্রার শুরু করেন, যেখান থেকে ৬০৩ বছর পর কলম্বাস যাত্রা করে! তিনি New World খুজে পান এবং আটলান্টিক পার হয়ে অনেক সম্পদ নিয়ে ফিরে আসে।

প্রায় এক শতাব্দী পরে, আবু বাক্‌র ইবন উমার বর্ণনা করেন যে, ইবন্‌ ফারুক ৯৯৯ সালে আটলান্টিক পার হয়ে পশ্চিমে পাড়ি দেয়, ফেব্রুয়ারীতে ক্যানেরি দ্বীপপুঞ্জে পদার্পন করে এবং দুইটা দ্বীপ [ক্যারিবিয়ান আইল্যান্ডে] খুজে না পাওয়া পর্যন্ত পশ্চিমের দিকে যাত্রা অব্যহত রাখে। তিনি ৯৯৯ খৃষ্টাব্দের মে মাসে স্পেনে ফিরে আসেন।

আল-ইদ্রিসি [যার মানচিত্র ব্যবহার করে কলম্বাস আমেরিকাতে যান!], বিখ্যাত মুসলিম মানচিত্রকর এবং সিসিলির রাজার উপদেষ্টা মুসলিম নাবিকদের আটজনের একটা গ্রুপের সম্পর্কে লেখেন যারা লিসবন [বতমানের পর্তুগালের রাজধানী] থেকে পশ্চিমে আটলান্টিক পার হয়ে ৩১ দিন ধরে জাহাজ চালিয়ে একটা অজানা দ্বীপে আসেন এবং সেখানে নামার পর তারা সেখানকার অধিবাসীদের [আমেরিকান ইন্ডিয়ান] দ্বারা আটক হন ও ৩ দিন ধরে বন্দি থাকেন। ৪র্থ দিন একজন অনুবাদকারী [আরবী থেকে ইন্ডিয়ান ভাষা] এসে তাদের সাথে আরবীতে কথা বললো এবং তাদের মুক্তির ব্যবস্থা করে দেয় এবং তারা নিরাপদে স্পেনে ফিরে আসে [ব্যাপারটা একটু চিন্তা করেন]!! অবশ্যই আরবদের/আরবি ভাষাভাষীদের [হয়তো পশ্চিম আফ্রিকার মুসলিমরা যারা আরবি বলতো] সাথে তাদের অনেক সখ্যতা বা যোগাযোগ ছিল নতুবা এটা হওয়া অসম্ভব!!

শুধু মুসলিম আন্দালুসিয়া থেকেই নয় বরং অন্য জায়গা থেকেও মুসলিমরা কলম্বাসের বহু আগেই আমেরিকাতে গিয়েছিল। ১২৯১ খৃষ্টাব্দে শেখ জেইন আদ দীন আলী ইবন্‌ ফারুক মাজান্দারানি মরোক্ক থেকে পশ্চিমের দিকে যাত্রা করেন এবং একটা সবুজ দ্বীপে নামের এবং তা খুব সম্ভবত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এবং তারপর মরোক্কতে নিরাপদে ফিরে আসেন।

কিন্তু মনে হয় New World-এ মুসলিম Voyage-এর ক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ যেটা আমরা এখন দলিল আকারে পেশ করতে পারি সেটা হলো পশ্চিম আফ্রিকার মানডিঙ্কা। শিহাব আদ দীন আল উমারি তার সাথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিখ্যাত মানসা মুসা-এর সাথে হজ্জের সময় মিসরে যে কথপোকথন হয় তার বর্ণনা করেন। মানসা মুসার বর্ণনানুযায়ী, তার বড় ভাই আবু বুখারী, যিনি তখনকার মালীর মানডিঙ্কার রাজা ছিলেন, ১৩১০ খৃস্টাব্দে তিনি পশ্চিমে আটলান্টিকের ওপারে দুইটা সমুদ্র অভিযাত্রা [Two Fleet of Sea Voyage across Atlantic] প্রেরণ করেন। যখন কলম্বাস ১৪৯২ সালে যাত্রা করে সে ৩টি জাহাজ [the Pinta, the Nina and the Santa Maria] নিয়ে যাত্রা করে, যদি আমরা মানডিঙ্কার দুইটি সমুদ্র অভিযাত্রার জাহাজ সংখ্যা বলি তবে কলম্বাস মাথায় ঘোল ঢেলে পালাবে! দুইটি অভিযানে জাহাজ সংখ্যা ছিল ২,৪০০ টি!!!!! আর আমরা জানি যে তারা আমেরিকাতে পৌছেছিলেন! আমরা সেটা জানি ভাষাগত মিলের প্রমাণ স্বরুপ। বর্তমানে দক্ষিণ আমেরিকায় [যুক্তরাষ্ট্রের] ইন্ডিয়ান গোত্র আছে যারা মানডিঙ্কা Ideogram [প্রতীক, যেটা লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন চীন বা জাপানের বর্ণমালা আর ইংরাজীতে ‘&’, ‘@’ যেরকম ব্যবহার করা হয়] ব্যবহার করে তাদের লিখিত যোগাযোগের মাধ্যম হিসেবে! উত্তর আমেরিকাতে [যুক্তরাষ্ট্রের] আটলান্টিক সি বোর্ডের মাঝে একটি আমেরিকান ইন্ডিয়ান গোত্র আছে, যেখানে মারেবিয়ান মিশনারিরা সেখানে যায় এবং তাদের ভাষার একটি ডিকশনারি লেখে। আধুনিক ভাষাবিদগন সেই ডিকশনারি দেখে বলেন যে তাদের অনেক অনেক শব্দ ম্যান্ডে, পশ্চিম আফ্রিকার মানডিঙ্কা ভাষা!! মধ্য আমেরিকার [যুক্তরাষ্ট্রের] কমপক্ষে একটি ইন্ডিয়ান গোত্রের বংশের নাম পশ্চিম আফ্রিকার মানডিঙ্কাদের বংশের নামের!! হ্যাঁ, আমরা মুসলিমরা কলম্বাসের অনেক আগেই আমেরিকাতে এসেছিলাম!!

মজার ব্যাপার হল আমরা মুসলিমরা কলম্বাসের সাথেও আমেরিকাতে এসেছিলাম!! ১২ই অক্টোবর যখন কলম্বাস এল সালভাদোর দ্বীপে পৌছায়, তখন তার সাথে কমপক্ষে ১ জন মুসলিম ও ৩ জন **মরিস্কো/Morisco [স্পেনে যেসকল মুসলিমকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল অথচ তারা গোপনে ইসলাম পালন করতো] ছিল!!

**মুসলিম গ্রানাডা পরাজিত হয়েছে, পূর্ণদমে Spanish Inquisition [স্পেন থেকে মুসলিম ও ইহুদি বিতাড়ন, অত্যাচার ও হত্যা] চলছে। প্রক্তন মুসলিম আন্দালুসিয়ায় মুসলিম ও ইহুদিদের বিপক্ষে ব্যাপক পরিমানে ধর্মীয় নির্যাতন চলছে। ক্যাথলিক চার্চ মুসলিমদের অত্যাচার, নির্যাতন ও হত্যা করছে। মুসলিমরা পশ্চিম আফ্রিকা থেকে একটা ফতোয়া পেল যে মুসলিমরা খৃষ্টান ধর্মে একটা ভুয়া ধর্মান্তর করতে পারবে কারণ তার বিপদের মধ্যে আছে। শুধু তোমরা তোমাদের ইসলাম গোপনে পালন করো। এই উপরে খৃষ্টান কিন্তু ভিতর ভিতর মুসলিমগুলো এবং তাদের সন্তানদের কে বলা হয় Morisco ।

কলম্বাসের সাথে যে মুসলিম ছিলেন তিনি আফ্রিকান মুসলিম ছিলেন, তার নাম পেদ্রো অ্যালানসো নিনা, তিনি আটলান্টিক দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করেন ও ক্যারিবিয়ান দ্বীপের ম্যাপ করেন। Morisco-রা তিনজন Pinzon brothers, Martin- যিনি Pinta জাহাজের ক্যাপ্টেন ছিলেন, Vicente যিনি Nina জাহাজের ক্যাপ্টেন ছিলেন আর Francisco যিনি Pinta-র পাইলট ছিলেন! কলম্বাস তিনটি জাহাজ নিয়ে আটলান্টিক পাড়ি দেন আর তার মধ্যে দুইটির ক্যাপ্টেন Moriscos!! অধিকন্তু, একজন নাবিক, রদ্রিগো দিত্রিয়ানা [রদ্রিগো ডিলেপে] স্পেনে ফিরে আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন!!! এই রদ্রিগোই কলম্বাসের সমুদ্র যাত্রায় প্রথম ব্যক্তি ছিলেন যিনি Sight land- করেন!

আমরা মুসলিমরা কলম্বাসের সাথেই ছিলাম এবং আমরা কলম্বাসের পরেও ছিলাম!!

...................................আরো অনেক উদহারণ দেয়া যায়!!

যুক্তরাষ্ট্রের জেমস্‌ টাউন ভার্জিনিয়াতে সপ্তাদশ শতাব্দীতে গ্রেট বৃটেন থেকে এত বেশি পরিমান তুরস্কের মুসলমান এসেছিল যে পরবর্তীতে ভার্জিনিয়ার কলোনি সেখানে আইন করে যে আর তুরস্কের মুসলিমরা যেন আর এই রাজ্যে না আসে!!

দুঃখজনক ঘটনা হল, আমেরিকার দক্ষিণের কৃষির ভিত্তি তৈরি হয় আফ্রিকা থেকে আনিত বন্দী ও দাস ও তাদের বংশধরদের দিয়ে! প্রায় ২ কোটি আফ্রিকার মানুষকে দাস হিসেবে আনা হয় যার ২০-৩০% ছিল মুসলিম!! এই ৫০-৬০ লক্ষ মুসলমানদের বিরাট একটা অংশ তাদের মালিকদের চেয়ে অনেক বেশি শিক্ষিত ছিল!! তারা নিজের তাদের স্মৃতি থেকে পুরো কুরআন রচনা করেছিল, পুরো ইসলামিক ফিকহ-এর উপর বই লিখেছিল পুরোটাই স্মৃতি থেকে!

((কথা গুলো পড়ে অনেক কিছু জানতে পেরেছি তাই পোস্ট করলাম ))

বিষয়: বিবিধ

১৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File