মিথ্যার পাহাড়

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ২৪ আগস্ট, ২০১৩, ০৮:৩৯:৪৯ সকাল

মিথ্যার পাহাড়

--------------

আর কত ?

ওরা কি মরবে না ?

মিথ্যা ; মিথ্যা ; মিথ্যা ;

দেশকে পুজি করে ওরা ক্ষমতা লুটছে

অধিকার ফিরিয়ে দেবার নামে

ওরা অধিকার হরন করছে

মানবাধিকার !!

সেটার কবর রচিত হয়েছে বহু আগেই !

জনগণকে প্রজা বানিয়ে

ক্ষমতার আসনে বসেছে

শকুন , হায়েনারা

ছিঁড়ে খাচ্ছে বাংলাদেশকে

ঐ সব শকুনেরা ,

নিরবাক আইন

অসহায় জনগন

অত্যাচারের বেড়াজালে

রক্তাত মানুষ

আর কত ??

সত্য কণ্ঠকে চেপে ধরেছে

ঐ সব শয়তানেরা

মিথ্যার জাল ছড়িয়ে

অন্ধকার করেছে বাংলাদেশকে

ওদের লজ্জা করে না জনগনের টাকাই

জনগণকে ধোঁকা দিতে !

ভাঙতে চাই

ঐ মিথ্যার জাল

ধংস হোক বাকশালি

পতন হোক অত্যাচারের

এখন স্বপ্ন দেখি

সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

---------------------

বিষয়: বিবিধ

১৫৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File