প্রতিবাদী হতে শিখুন নিজের মনকে জাগ্রত করুন ।

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ০৪ আগস্ট, ২০১৩, ০৮:৩৮:৪৭ সকাল

বাজার ঘুরে ঘুরে খুজে চলেছি

সানি লিওনের নামের পোশাক খানা !

খুজে চলেছি নামি দামী ব্র্যান্ডের পোশাক, জুতো , স্যান্ডেল ,...

বাহারি ম্যাচিং করা জুয়েলারি !

এই হলাম আমরা !!

প্লিজ এবার ব্রেক নিন

অনেক হয়েছে আর কত

সানি লিওনের পোশাক খুজেছি

খুজতে যায়নি আমার বোনের ফেলানির রক্ত মাখা জামা খানা

কেমন আছে করে ওর বাবা মা ??

এক বুক কষ্ট নিয়ে খুজে ফিরছে মেয়ের আদর মাখা মুখ খানি

দামী ব্র্যান্ডের মেকাআপ, জুয়েলারি খুজেছি ...

খুঁজতে যায়নি সাভারের হাজারো স্বজনদের হারানো ছেলে মেয়েকে ??

খুঁজতে যায়নি ওরা পঙ্গুত্ব বরন করে কি নির্মম জীবন কাটাচ্ছে !!

যারা হারিয়েছে মা , বোন , সন্তান , স্ত্রী , স্বামী , ভাই আর কত ????

আমরা বিবেক হারিয়েছি

মনুষ্যত্ব হারিয়েছি

আর কত ???

সময় পেলে একটু দেখে আসুন না ঐ অভাগা পরিবার গুলিও কেমন আছে ??



দেখবেন আজকে আপনি একা

দুই দিন পর আপনার পেছনে থাকবে হাজারো মানুষ ...

সত্য , মানবতা , কখনও পরাজিত হয় না

হবে না ...//

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File