আমি ঘাসফুল
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ২৮ জুলাই, ২০১৩, ০৪:৫৫:২৫ রাত
আমি ঘাসফুল
রাস্তার ধারে অপরুপ সাজে সেজেছি আমি
অবহেলায় অযত্নে পরে আছি ...
কেউ যত্ন নেইনা আমায়
কেউ পানি দিতে আসে না ...
দূর থেকে ওরা
আমাকে দেখে
সৌন্দর্যের ডালা সাজিয়ে
কি অপরুপ সাজে
দেখতে কতই না সুন্দর
তবুও যেন হাহাকার
এ কি চলে গেল ??
একটি বারের জন্য পিছু ফিরে তাকাল না
যত্ন করে বুকে তুলে
একটি বারের জন্য বললো না
ঘাসফুল আমি তোমায় সাজিয়ে রাখবো
আমার মনের ঘরে
যত্ন করে তোমায় আগলে রাখবো
আমার ছোট্ট ব্যালকনির টবে !!
কেন ওরা এত স্বার্থপর
আমি ঘাসফুল ,
শুধুই ঘাসফুল ...............//
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন