স্বাধীনতা পূর্ব ছত্র সংগঠন সম্পর্কে হুমায়ূন আহমেদ।
লিখেছেন লিখেছেন আবদুজ জাওয়াদ ১৮ জানুয়ারি, ২০১৪, ০৮:৫৫:২০ রাত
ক) ছাত্র ইউনিয়ন। যারা এই দলে ধরেই নেয়া হতো তাদের মধ্যে মেয়েলিভাব আছে। তারা পড়ুয়া টাইপ।রবীন্দ্রনাথ তাদের গুরুদেব।এরা পাঞ্জাবি পড়তে পছন্দ করে। গানবাজনা, মঞ্চনাটক জাতীয় অনুষ্ঠান গুলোতে উপস্থিত থাকে। এদের ভাষা শুদ্ধ। নদীয়া শান্তিপুর স্টাইল। যে কোন বিপদআপদে দ্রুত স্থানত্যাগ করতে পারদর্শী। মিছিলের সময় সুবিধার কথা বিবেচিনা কথা বিবেচনায় রেখে এরা পেছন দিকে থাকে।
দলটি আবার দুই ভাগে বিভক্ত। মতিয়া গ্রুপ, মেনন গ্রুপ। একদলের উপর দিয়ে চীনের বাতাস বয়, আরেক দলের উপর দিয়ে রাশিয়ার বাতাস বয়।
খ) ছাত্রলীগ। পড়াশুনায় মিডিওকার এবং বডী বিল্ডাররা এই দলে। এই সময় তাদের প্রধান কাজ এনএসএফ-এর গুণ্ডাদের হাত থেকে নিজেদের রক্ষা করা। ছাত্র ইউনিয়নের ছেলেদের সামনে তারা খানিকটা হীনমন্যতায় ভুগে। মারদাঙ্গায় এবং হলের ক্যান্টিনের খাবার বাকিতে খাওয়ায় বিশেষ পারদর্শী।
গ) ইসলামী ছাত্রসঙ্ঘ। মওদুদীর বই বিলিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া এদের অনেক কাজের একটি। পূর্বপাকিস্তানকে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে রক্ষা করা, মসজিদভিত্তিক সংগঠন করা এদের কাজ। দল হিসেবে এরা বেশ সংগঠিত। কথাবার্তা মার্জিত। অনেকের বেশ ভালো পড়াশুনা আছে।
ঘ) এনএসএফ। প্রধান এবং একমাত্র কাজ হল সরকারী ছাতার নিচে থেকে গুণ্ডামি করা। সরকার এদের উপর খুশি। কারন এদের কারনে অন্য ছাত্র সংগঠনগুলি মাথা তুলে দাঁড়াতে পারছেনা।
(মাতাল হাওয়া,২০১০)
"মনে হয় ঐতিহ্য আজও অপরিবর্তিত।"
বিষয়: রাজনীতি
১৩৪৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভোটের সময় এরা নিজেরাই নিজেদেরকে ভোট দেয় কি না সন্দেহ ।
তাদের কাজ হইল খালি চিকা মারা, মানে দেয়াল লিখন।
এইখানে সব সত্য কথা ;
মন্তব্য করতে লগইন করুন