ভাল হওয়া কত সোজা!
লিখেছেন লিখেছেন মুজাহিদ খান বাবু ২৪ জুলাই, ২০১৩, ০৩:৩১:৫৮ দুপুর
সাধনা করে কি ভালমানুষ
হওয়া যায়? এপ্রশ্নের উত্তর
হচ্ছে-- না,যায় না। কেবল
মহাপুরুষরা সাধনায় সফল
হন। সাধনা করে একজন
ভালমানুষ আরও ভাল হতে
পারেন। সাধারণ ব্যক্তির ক্ষেত্রে
ভালমানুষ হওয়া প্রায় অসম্ভব।
তবে চেষ্টা করলে ভালমানুষি
করা যায়। যে কেউ এটা করতে
পারে। কেউ ভাল কিছু করলেই,
সে ভালমানুষ হয়ে যায়না।
এটা তার অভিনয়ও হতে পারে।
আশার কথা হচ্ছে-- অভিনয়
অনেক সময় বাস্তব হয়ে ধরা
দেয়। তাই ভালমানুষির
নিরবিচ্ছিন্ন অভিনয় করতে
গিয়েও, অনেকে প্রকৃত
ভালমানুষে রুপান্তরিত হন।
এটা বিচিত্র নয়।
©লেখস্বত্ব-- মুজাহিদ খান বাবু
বিষয়: বিবিধ
১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন