আলেকজান্দ্রিয়ার বাতিঘর থেকে

লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২৮ জুলাই, ২০১৩, ০৯:২৮:০১ রাত

আলেকজান্দ্রিয়ার বাতিঘরে

এইতো সেদিন নিভে গেলো সব আলো ,

বিষাক্ত নিঃশ্বাসে , যাপিত বিশ্বাসে , উড়ে দুষ্টু ভ্রমর কালো ।

মসজিদের গুলিস্তা ছুয়েছে বিন্দু বিন্দু লৌহ কনিকার গা ,

শবের মিছিলে বৃষ্টি ঝরায় ছেলে হারা কতো মা।

রক্ত দেখেছো? ওদের রক্ত?

আমার ভাইয়ের , তোমার বাবার রক্ত?

আসর ফুরালো , এলো বুঝি বনে মাগরিবেরই অক্ত ।

রক্ত যেন বসরাই গোলাপের ফুটফুটে এক তোড়া ,

গণতন্ত্রের পুষ্পিত শবে ভালোবাসা আনকোরা ।

ওখানে যেওনা ,

ফিরেও চেয়ো না!

বাতাসে নিওনা ঘ্রান,

নীলের তীরের বারুদ গন্ধে,

জ্বলবে তোমার ও প্রাণ ।

ওই বাতাসে ভেসে বেড়ায় শুধু

ভাইয়ের লাশের গন্ধ,

নিদ্রিত চোখ খুলো না কো তুমি

চোখ হয়ে যাবে অন্ধ।

ভূস্বর্গ ঘুরে নীলনদ আর ইরাক ফিলিস্তিন ,

যতই দেখেছি, বেদনায় শুধু হয়েছি অন্তলিন ।

আল্লাহ্‌র ঘরে জোরে জোরে যদি কাঁদো তুমি কাশ্মীরে ,

তোমায় গলায় বাঁধবে শিকল ,তমসার জিঞ্জিরে।

জুনাগরি মেয়ের চিবুক দেখেছো, দেখেছো রুপের বন্যা ?

নিজের ঘরেও নিরাপদ নয় কাশ্মীরি সেই কন্যা ।

দানবের ঘায়ে তছনছ হয় পৃথিবীর গুলশান ,

নিপীড়িত সেসব মানুষের মুখে নির্বাক অভিমান ।

নীলনদের ওই নীল নয়নার দৃষ্টিতে হাহাকার ,

পিরামিডে দেখো লাল লাল ছোপ কান্নায় একাকার।

ওদিকে দেখনা ,

ও কথা শুনো না

আতংকে খাবি খাবে ,

চোখ টা তোমার বন্ধ রাখো ,

দেখে ভয় পেয়ে যাবে।

আলহামরার লাল ইটে কোথাও

আছে কি তোমার নাম?

আল আকছার মিনার থেকেও

মুছার হয়ে গেছে আঞ্জাম ।

ওদের কান্না মিশে গেছে নাকি নাফ নদীর ওই বাঁকে ,

আরাকান জ্বলে কাঁদে ধুকে ধুকে তোমাকেই নাকি ডাকে?

কালো কালো ওই ক্ষুধার্ত মুখ

শুকিয়ে নাকি যায়,

অভাব দৈন্যের আধারে ভরা কালো সে আফ্রিকায়।

সাদা চামড়ার ভদ্ররা নাকি নবীর কুৎসা গায় ,

রোষের অনলে বঙ্গেও নাকি লৌহে কালাম পোড়ায় !

গণতন্ত্রের কপচানো বুলি বস্তা পচা লাশে

কিলবিল করে কতো ছারপোকা , গুমোট গন্ধ ভাসে।

ফ্রান্সে দেখনি কিশোরী বোনের ভয়ার্ত সেই মুখ,

মাথার ওড়নি কেড়ে নিলো বলে অশ্রুতে ভেজে বুক।

তবুও ও কথা বল না তুমি

কান্নায় গলা কাপে,

অনুতাপে তুমি কাঁদবে কখনো

ওদের ই অভিশাপে।

এক দেহ আর এক প্রানে থেকেও

বুঝলেনা তুমি ব্যাথা ,

কি হবে আজ শুনিয়ে এসব

মিথ্যে শান্তি গাঁথা ।

যেদিন কেঁদেছি কারবালাতে একটু পানির জন্য,

আসনি তুমি শিয়রের কাছে, ভাই বলে করনি গণ্য ।

আজো তুমি খেলায় লুটাও , ভুলের আমোদে ভাসো ,

আমি রক্তাপ্লুত হই আর তুমি ঝরনার জ্বলে হাসো ।

আলেকজান্দ্রিয়ার বাতিঘর থেকে তাই আলো আর আসবেনা,

তৌহিদি ওই রোশনাই নিয়ে সূর্যরা হাসবেনা।

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File