বদরের প্রান্তরে

লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২৭ জুলাই, ২০১৩, ০৯:৪৮:১১ রাত

তুমি কি দেখেছো?

ওই আকাশে কালিমার কথা ভাসে?

সূর্য উঠে আলোকিত করে সুহাসিনী ভোর হাসে।

তুমিকি জেনেছ ?

এই জমিনে বুনেছিল কারা , শান্তি গাছের চারা ,

কার আহ্বানে হেদায়াত পেয়ে তুমি আজ আত্মহারা।

তুমি কি ভেবেছ ?

কবে থেকে শুরু এই বিজয়ের গান?

কোন বিজয়ের হাত ধরে পেলে বুকেতে সত্য প্রান!

তুমি কি দেখনি ,

ওই বদরের প্রান্তরে কতো ভয়?

কতো মৃত্যু কেঁদে ফেরে আর কতো কতো সংশয় ।

তবুও সেখানে বিলায় যে প্রান গুটিকয় মুজাহিদ ,

যাদের আঘাতে টুটে যায় ধরার মোহময় সুখ নিদ ।

হাজার হাজার দুশমন ঘোরে গায়েতে যুদ্ধ সাঁজ ,

স্থুপ করা রসদ খাদ্য শিরেতে লৌহ তাজ ।

আরবের যতো শ্রেষ্ঠ ঘোড়ার আজ তারা সওয়ার ,

লড়াই চলে তুমুল লড়াই দুরন্ত দূর্বার ।

মুজাহিদ দের ছিলোনা কিছুই, সহায় ইমানি তেজ ,

ক্ষুৎ পিপাসায় হয়নি তারা এতো টুকু নিস্তেজ ।

শুধু আয়তনে বিশাল হলেই , হয়না বিশাল সিন্ধু

পৃথিবীর বুকে স্মৃতি একে যেতে পারে ছোট্ট শিশির বিন্দু ।

ভেবেছিলে কি বদরের আভা রক্তিম হবে লালে?

নতুন গতির সঞ্চার হবে ছোট সে কিশতির পালে?

কান পেতে শুনো বদর কি বলে , বলে যায় কানে কানে ,

সংখ্যার চেয়ে ঈমান ই যে বড়, ডেকে যায় আহ্বানে ।

আজো যদি জাগো মুসলিম তুমি ঘুম ভাঙ্গা সেই গানে,

দেখবে সেখানে মানবতা কাঁদে নিদারুণ অভিমানে ।

উম্মত তুমি সেই রাসুলের সেই দীন দরদীর ,

তোমায় কি সাজে এই আহ্লাদী তন্দ্রা বিলাসীর !

তুমি জল দিবে বলে তিরতির কাঁপে পিপাসায় তরুলতা ,

তোমার কালিতে জেগে যাবে সব পৃথিবী বৃক্ষের পাতা ।

শত বছরের গ্লানি মুছে জাগো বদর প্রান্তরে ,

ঈমানের রঙে রঙ্গিন হওয়ার দৃপ্ত অঙ্গীকারে ।

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File