বসন্তের আহবান
লিখেছেন লিখেছেন উট পাখির কাব্য ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ০৩:৫২:৫৭ রাত
ফুটেছেদেখ কৃষ্ণচূড়া ফুটেছে শিমুল ফুল।জাগাও তোমার হৃদয়খানি ভাংতে সকল ভুল।কাটাও জড়তা ভাংগো নিরবতা
ঘুচিয়ে দাও মনের ব্যথা।
অত্যাচারীর দায় শুধিতে
হবেই হবে আজ জাগিতে।
এসোরে ভাই নবীন প্রবীণ
আনি এক নতুন দিন।
যেদিনেতে নাই ভেদাভেদ
হানাহানি হিংসে বিদ্বেষ
যেদিনেতে রইবেনা ভাই
ধন সম্পদের মিথ্যে বড়াই।
সেই দিনেতে সবাই পাবে
রইবেনা কেউ খালি পেটে
এই দিনকে নিয়ে আসতে
জাগি সবাই এই বসন্তে।
বিষয়: সাহিত্য
৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন