কোন ইকামত সহীহ, রাসুল (সাঃ) এর পদ্ধতি...?!

লিখেছেন লিখেছেন সত্যের ২১ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৭:৪৪ বিকাল



সহীহ ইকামত হবে আযানের অর্ধেক/বেজোড়/এক এক শব্দে, যা সহীহ বুখারী, মুসলিমে সহীহ সনদে বর্ণিত আছে ।

ইকামত চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত, এমনকি কিয়ামতের পূর্ব পর্যন্ত মক্কা-মদিনায় সহীহ ইকামত চালু আছে/থাকবে । ইন-শা-আল্লাহ!

«أُمِرَ بلال أن يشفع الأذان ويوتر الإقامة، إلا الإقامة»

রাসুল (সঃ) বিল্লাল (রাঃ) কে আযানের কলেমা দু’দু বার ও একামতের কলেমা এক এক বার করে বলার জন্য নির্দেশ দিয়েছিলেন তবে قد قامت الصلاة،قد قامت الصلاة، ব্যতীত”

[***বিস্তারিত দেখুন-সহীহ বুখারী (ইঃফাঃ) হাদিস ৫৭৬, ৫৭৮, ৫৭৯, ৫৮০, ৩২১১; সহীহুল বোখারী তাওঃ পাঃ হাঃ ৬০৩, ৬০৫, ৬০৬, ৬০৭; বাংলা অনুবাদ বোখারী মাওলানা আজিজুল হক হামিদিয়া লাইব্রেরী চকবাজার ঢাকা ১ম খন্ড হাঃ ৩৭১; সহীহ আল বোখারী আ; প্রঃ ১ম খন্ড হাঃ ৫৬৮, ৫৭০, ৫৭১ ও ৫৭২; সহীহ মুসলিম (ইঃফাঃ) হাদিস ৭২২, ৭২৩, ৭২৫]

ইকামত:

«الله أكبر، الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدًا رسولُ الله، حيَّ على الصلاة، حيَّ على الفلاح، قد قامت الصلاةُ، قد قامت الصلاة، الله أكبر الله أكبر، لا إله إلا الله».

ইকামতের বাক্যগুলি এক একবার এর আরও দলিল দেখুন-সূনান তিরমিজী (ইঃফাঃ) হাদিস ১৯৩; সূনান আবু দাউদ (ইঃফাঃ) হাদিস ৫০৮, ৫১০; সূনান নাসাঈ হাদিস ৬২৭, ৬১৮, ৬৬৮; সুনানে ইবনে মাজাহ হাদিস ৭২৯-৭৩২; মিশকাত ২য় খন্ড হাঃ ৫৯০ বাংলা অনুবাদ মাওলানা নুর মোহাম্মাদ আযমী এমদাদিয়া লাইব্রেরী চকবাজার ঢাকা; মিশকাত মদ্রাসার পাঠ্য আরাফাত পাবলিকেশন্স ২য় খন্ড হাঃ ৫৯০; জামে তিরমিযী মাওলানা আব্দুন নুর সালাফী ১ম খন্ড হাঃ ১৮৬।

বাংলাদেশের অধিকাংশ সমাজের মসজিদের ইমামগণ দেখা, শুনা, জানার পরেও, বলে না, পালন না করে, বাব দাদাদের প্রচলিত ইকামত দিয়ে থাকে । সূরা মায়েদার আয়াত ১০৪ যেন তাদেরই কথা বলছে-

যখন তাদেরকে বলা হয়, তোমরা আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে পথে এবং

রাসুলের পথে আস । তখন তারা বলে,

আমরা আমদের বাপ দাদাদেরকে যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট......(মায়েদা, আয়াত ১০৪)

মক্কা-মদিনার ইকামতের ভিডিও লিঙ্ক-

https://www.facebook.com/539232086216386/videos/637914256348168/ (প্লিজ ক্লিক)

হে আল্লাহ! আমাদের সকল মসজিদের ইমামদের সহীহ ইকামত চালু করার তাওফিক দিন । আমীণ!

বিষয়: বিবিধ

২২১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354854
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
কুয়েত থেকে লিখেছেন : মসজিদের ইমামগণ জানার পরেও বলে না, সঠিক ভাবে হাদিস অসুশারে পালন না করে বাপ দাদাদের প্রচলিত ইকামত দিয়েই থাকে। ভূলতো আওয়ামদের নয়। আপনাকে ধন্যবাদ
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:০৫
294687
সত্যের লিখেছেন : লেখাটি কপি করে সমাজের ইমামকে দিন। সমাধান হতে পারে। ইন শা আল্লাহ!
ভিডিওটিও ডাউনলোড করে দেখাতে, শুনাতে পারেন। জাযাকাল্লাহ
354909
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০৬
অনেক পথ বাকি লিখেছেন : ধন্যবাদ আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানলাম ..
২৩ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:২৯
294859
সত্যের লিখেছেন : শুধু জানা নয়, মেনে চলার নামই ইসলাম।
ইমাম সাবকে কপি করে দিতে পারেন। হয়তো চালু হতে পারে
354947
২২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া জাঝাক আল্লাহ সুন্দর পোস্টের জন্য কিন্তু একটা কথা বলব সেটা হল, যখন দ্বীনের কথা বলবেন, তখন ইসলামের প্রকৃত রূপটুকুই তুলে ধরবেন, সেটি সঠিক সেটি সবার মাঝে পৌছে দেয়ার চেষ্টা করবেন কিন্তু সেটা করতে গিয়ে কোন পক্ষের সমালোচনা বা তাদের টার্গেট বানাবেন না, এর ফলে তারা তো আপনার কথা মানবেইনা বরং উল্টা আপনাকে শত্রু ভাবা শুরু করবে। এমনটা কাম্য নয়। জাঝাক আল্লাহ।
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১০
295047
সত্যের লিখেছেন : কুর আন ও সহীহ হাদিস দেখলেই জ্বীন শয়তান, মানুষ শয়তান, শির্কী, বেদাতীদের গায়ে জ্বালা ধরে। তারা বিরোধী হলেই কি লেখা, প্রচার বন্ধ করতে হবে।
আপনি কি উপদেশ দিচ্ছেন?
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২৬
295247
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি যেই কথাটা বলেছি সেটা ভালভাবে বুঝলে এই হাস্যকর উপদেশের কথা উঠাতেননা। নিজেকে অতি সহী প্রমাণ করতে গিয়ে আমরা আবার অহংকারী না হয়ে উঠি। আমি ছোটকাল থেকেই শিখেছি যখন ইসলামের কথা বলবে তখন ইসলামের আসল কথাটা মানুষের কাছে পৌছে দেবে কাউকে টার্গেট বানাবে না, এর ফলে সেও তোমার দাওয়াহ গ্রহণ না করে তোমাকে টার্গেট বানাবে ফলে শুধু বিদ্বেশটাই বাড়বে ইসলামের আলো আর তার অন্তরে পৌছাবে না তখন তুমি তাকে গোমরাহ ভাববে এবং তোমার দীনি জ্ঞান তোমাকে অহংকারী করে তুলে তোমার সর্বনাশ করবে ।
355148
২৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
355512
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫৮
জ্ঞানের কথা লিখেছেন : আপনি কি দুইবার ইকামত দেয়ার হাদীস গুল এখানে দিতে পারবেন?
357567
২৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ খায়ের.. ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File