মিডিয়ায় ইসলামিক অনুষ্ঠান দেখলে/শুনলে যেনা হয় না ?

লিখেছেন লিখেছেন সত্যের ১০ আগস্ট, ২০১৫, ০১:৪৫:৫২ দুপুর



বেশ কিছু আলেম মিডিয়ায় ইসলামিক অনুষ্ঠান করে । এমনকি ইসলামিক চ্যানেলও আছে যারা ২৪ ঘন্টা ইসলামিক প্রোগ্রাম করে । অনেক প্রকাশনী অডিও, ভিডিও সিডি, ডিভিডি করেও ইসলাম প্রচার করে যাচ্ছে ।

জিজ্ঞাসা করলে বলে, আল্লাহ’র দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তারা মিডিয়ায় কাজ করে যাচ্ছে ।

কোন আলেম, ইসলামিক চ্যানেল, ইসলামিক প্রকাশনী এরা কি জানে না চোখের/কানের যেনা কিভাবে হয় ?

পাঠকগণ, আপনারা লেখাটি পড়ে আপনাদের ব্যাক্তগত নিরপেক্ষ মতামত জানাবেন যেনা হয় কিনা ?

প্রথমে নন-ইসলামিক মিডিয়ার বাস্তবতা দেখুন-

ইসলামিক প্রোগ্রাম শুরু সময় ৮টা হলেও আরও ৪/৫ মিনিট ধরে/বিরতির সময়ে বাদ্য যন্ত্র, নাচ, গানসহ নারী পুরুষ দ্বারা বিভিন্ন পন্যের বিজ্ঞাপন দেয় । যা দর্শন ও শ্রবন করতে হয় ।

হাদীস শরীফে বর্ণিত হয়েছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চক্ষু দুটিও যেনা করে, আর চক্ষুদ্বয়ের যেনা হল দৃষ্টিপাত করা ।

দর্শক, স্রোতা কি ইচ্ছেকৃত বিজ্ঞাপন দেখে, না মিডিয়া দেখাচ্ছে, দায়ীকে ?

যে আলেম প্রোগ্রাম করতে এসেছে, তার বলা উচিত ছিল না ! প্রগ্রাম শুরু সময় ১ সেকেন্ডও বেশী করা যাবে না, আর শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত কোন রকম বাদ্য-যন্ত্র, নাচ, গান এমনকি কোন মহিলা কন্ঠের বিজ্ঞাপন প্রচার করা যাবে না । ধারাবাহিক ভাবে বিজ্ঞাপন প্রচার করেই যাচ্ছে আর আলেম সাব অংশগ্রহণ করেই যাচ্ছে ।

তারা চোখে দেখে না, কানে শুনে না, যেনা হচ্ছে কিনা ? মিডিয়া কর্তৃপক্ষকে নিষেধও করে না !!!

অবশ্যই ঐ আলেম দায়ী

ইসলামিক মিডিয়ার বাস্তবতা দেখুন-

এরা বাদ্য-যন্ত্র সহ নাচ, গান ও নারীর দ্বারা বিজ্ঞাপন প্রচার করে না । কিন্তু মাঝে মাঝে প্রোগ্রাম শুরুর আগে, বিরতিতে ও বিভিন্ন সময়ে পরবর্তী প্রোগ্রামটি দেখুন, সাহায্য করুন......ইত্যাদি বলার সময়ে বাদ্য-যন্ত্রের আওয়াজ শুনা যায় ? ইহা কোন যন্ত্রের আওয়াজ ? এগুল হারাম নয় কি ?

আবার ছোট ছোট শিশু নারীর প্রগ্রামে দেখা যায় অঙ্গভংগীমায় (যা বাদ্য-যন্ত্র সহ গান ছাড়া নৃত্য) তেলয়াত, গজল......করে থাকে । নাচের মত করতে হবে এটা কি ইসলামের কালচার ? আর নারী কন্ঠ কেন ? ছোটরা কি নারী নয় ? আল্লাহ পবিত্র কুরআনে নারীদের বলেন,

যদি তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে কোমল কণ্ঠে কথা বলো না,...............(সূরা আহযাব: আয়াত ৩২)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-নিশ্চয়ই আল্লাহ লজ্জা ও পর্দাকে পছন্দ করেন (আবু দাউদ, হাদীস: ৪০১২, ৪০১৩; সুনানে নাসাঈ ১/২০০; মুসনাদে আহমদ ৪/২২৪)

উপরোক্ত সূরা আহযাবের ৩২ নং আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে বলা যায়

নারীর কোমল কন্ঠে কুরআন তেলোয়াত, বয়ান, গজল......ইত্যাদি কোন মিডিয়ার এমনকি মাইকেও, গন-সমাবেশে বলা যায়েজ হবে না ।

নারী বৃদ্ধ হোক, যুবতী হোক, শিশু হোক তাতে কি কোন ভেদাভেদ আছে । তাদের কোমল কন্ঠে কেন মিডিয়ায়/গন-মাধ্যমে ইসলাম প্রচার করতে হবে ? এটা করা না-যায়েজ নয় ?

প্রকাশনী মিডিয়ার বাস্তবতা দেখুন-ইসলামিক অডিও, ভিডিও সিডিতে বক্তার ছবি দিয়ে দেয় । ইসলাম প্রচারে কি ছবি লাগে ? বিখ্যাত মাযহাবী ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দীস গন তাদের লিখিত কিতাবেও তাদের ছবি দেয় নাই । আপনার এমনকি বিখ্যাত আলেম হলেন, প্রকাশনীকে সিডিতে ছবি দিতে নিষেধ করেন না ।

আর সিডির ভিতরে বাদ্য-যন্ত্র, নাচ, গানের মহিলা কন্ঠের বিজ্ঞাপনও আছেই ।

ইসলামি ছবি যা সাধারনত ইরানীরা করে ? ছবিতে কাফের চরিত্রের বাদ্য-যন্ত্র, নাচ, গানতো থাকেই এমনকি বিশ্বাসী চরিত্রের নারীদের কোমল কন্ঠ, সুশ্রী চেহারা দর্শন, শ্রবন করতে হয় । এতে যেনা হয় না ?

ইসলামিক কার্টুন যার কোন বাস্তবতা নেই ! অর্থাৎ মানুষ/জ্বীন ছাড়া পৃথিবীর অন্য কোন সৃষ্টিকি মানুষের মত কথা বলতে পারে । কার্টুনে দেখবেন নারী কন্ঠে কথা বলে । অনেক জীব-জন্তু এমন আকৃতিতে দেখায় যা বাস্তবে দেখা যায় না । অর্থাৎ আল্লাহ’র সৃষ্টির বিকৃত ঘটায় ।

কুরআনে আছে-"আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই । " (রুম ৩০)

ইসলামিক ডকুমেন্টারীর কথা কি বলব, তাতে প্রথম থেকে শেষ পর্যন্তই মিউজিক দেওয়া থাকে ।

আমি কোন আলেম/মিডিয়ার সাথে শত্রুতাপোষণ করে ইসলামিক অনুষ্ঠান, আল্লাহ’র দ্বীন প্রচারের বিরোধতা করছি না । আপনারা আরো বেশি করে ইসলামিক অনুষ্ঠান প্রচার করুন আপত্তি নেই ।

কিন্তু নিরিপেক্ষ মস্তিষ্কে চিন্তা করে দেখুন, ইসলামিক অনুষ্ঠান চলার সময় যে বিজ্ঞাপন প্রচার করেন তা দ্বারা যেনা হয় । এই গুনার দায় আপনাদের উপরই পড়বে । আর প্রকৃত মুসলিম দর্শক, স্রোতা যদি যেনা থেকে বাঁচার জন্য অনুষ্ঠনই না দেখে, কার কাছে আল্লাহ’র দ্বীন প্রচার করবেন ।

আমার আহবান বাদ্য-যন্ত্র, নাচ, গান, বিজ্ঞাপন, নারী কন্ঠ......ইত্যাদি যেনা মুলক প্রচার বন্ধ করে অনুষ্ঠান/আল্লাহ’র দ্বীন প্রচার করুন ও দর্শক বৃদ্ধি করুন ।

লেখাটি শেয়ার করে জন-সচেতনতার জন্য প্রচার করুন । হয়তো কারো শংসোধন হতে পারে ।

বিষয়: বিবিধ

২৪৮১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334910
১০ আগস্ট ২০১৫ দুপুর ০২:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। আপনাকে ধন্যবাদ

334913
১০ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
334916
১০ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৩
মুসলমান লিখেছেন : মাশা আল্লাহ লেখাটি সুন্দর। তবে কিছু কিছু হাদীস পড়লে বুঝা যায় যে, ছোট বাচ্চাদের এরকম নির্দোষ গান গাইতে নিষেধ নাই। যদি গানের কথাগুলো সুন্দর হয়। আর দফ নামে একটা বাদ্যযন্ত্র আছে সেটা বাজিয়ে গান (ভাল কথার) গাওয়া জায়েজ বলে প্রমাণ আছে হাদীসে। আল্লাহ ভাল জানেন।
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:২৩
277033
সত্যের লিখেছেন : দফ দ্বারা বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের কিছু লোকের সামনে গান গাওয়ার প্রমান আছে।
তাই কি অকারনে শিশু নারি কে সারা বিশ্বের লোকদের সামনে (মিডিয়ায়) নৃত্যের ভংগিমায় ইসলাম প্রচারের প্রমান বহন করে?
আর যে সমস্ত মিউজিক বাজে তা কি দফ?
334917
১০ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৩
নাবিক লিখেছেন : হুম ভাববার বিষয়
335002
১০ আগস্ট ২০১৫ রাত ১১:১১
আবু জান্নাত লিখেছেন : সুন্দর পোষ্ট, জাযাকাল্লাহ খাইর
335041
১১ আগস্ট ২০১৫ রাত ০২:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কোন চ্যানেল এর কথা বলছেন? কোন ইসলামী টিভি? নাকি বাংলাদেশের টিভি গুলোর কথা???
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৯
277034
সত্যের লিখেছেন : বাংলা সকল চ্যানেল যারা মাঝে মাঝে ইসলামিক প্রোগ্রাম করে সাথে পিস টিভি বাংলাকে
১১ আগস্ট ২০১৫ দুপুর ০১:২৫
277117
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পিস টিভি বাংলা ব্যতিক্রম মনে হয়। পিস টিভিতে বিজ্ঞাপন হয় তবে ইসলামীক নিয়মে!
১২ আগস্ট ২০১৫ সকাল ০৯:৩১
277277
সত্যের লিখেছেন : পিস টিভি বাংলায় মিউজিক বাজে! এগুল কি যায়েজ? শিশু নারিদের নৃত্যের ভংগিমায় অনুষ্ঠান হয়! এগুল কি ইসলামিক কালাচার?
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৪
277334
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পিস টিভির অনুষ্ঠানে যা মিউজিক যা বাজে তা প্রকৃতিক আমি যতদূর জানি। নৃত্যের ভঙ্গিতে অনুষ্ঠান আমার চোখে পড়েনি!!
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৯:২৮
278193
সত্যের লিখেছেন : দফ ছাড়া অন্য ধরনের মিউজিক যায়েজ কি ? কুরআন ও সহিহ হাদিসের দলিল সহ আপনি অথবা পিস টিভির যে কোন আলেম থেকে জেনে জানাবেন.।
335326
১২ আগস্ট ২০১৫ সকাল ১০:০৭
সত্যের লিখেছেন :

335348
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪২
জ্ঞানের কথা লিখেছেন : পিস টিভির অনুষ্টানে আপনার বাজনাতে প্রবলেম আছে। তো তাদের কে কি এখন কাফের বলা যাবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File