গোটা মুসলিম বিশ্বে একই দিনে রোজা, একই দিনে ঈদ পালন করা যায় কিনা ?

লিখেছেন লিখেছেন সত্যের ২৯ জুন, ২০১৫, ১০:৩০:৪৫ সকাল

যেতে পারে, যদি সবাই একমত হই ।

অত্যাধনিক মিডিয়ার কারনে এখন যে আমরা জানতে পারতাছি সৌদি আরবে আজকে রোজা, অমুক দেশে আজকে রোজা । এখন কি সারা বিশ্বের মুসলিমরা একত্রিত হয়ে একই দিনে রোজা শুরু করতে পারেন কিনা ? ঈদ করতে পারেন কিনা ?

পারেন কিন্তু সেটা রাষ্ট্রীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ভাবে,

কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করে যদি করা যায়,

করা যাবে বাধা নেই ।

বিশ্বকে তিনটি জোন বা অঞ্চলে ভাগ করে তার মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অষ্ট্রেলিয়া এই অঞ্চলের দেশ গুলা মিলা একটা আলাদা চান্দ্র জোন । এই অঞ্চলের কোথাও চাঁদ দেখা গেলে এটা সম্ভব আমরা একত্রে রাখতে পারব ।

শায়েখ কাজী ইব্রাহীম বললেন “যেতে পারে” “পারেন”

শর্তঃ “ঐক্য বদ্ধভাবে”-জনাব বা হাদিসের পরিবার দলের দাবিদার কোন আলেম কি আজ পর্যন্ত কোন ঐক্যের আহবান করেছেন ?

“বিশৃঙ্খলা সৃষ্টি না করে”-কে বিশৃঙ্খলা করে ? আজ পর্যন্ত শুনেছেন কি যারা বিশ্বের সাথে একসাথে সিয়াম-ঈদ করে তারা, যারা ১দিন, ২দিন পরে ঈদ করে তাদের ধাওয়া করেছে । না বরং উল্ট শুনা যায় ।

“বাধা নেই”-ভাল কথা, যারা বিশ্বের সাথে মিলিয়ে করে, করতে দেন । আপনার ১দিন, ২দিন পরে করবেন করেন । বাধা তো একই দিনের পক্ষের লোকেরা দেয় না, আপনারা কেন দেন ? আবার বলেন, বাধা নেই!

বাংলাদেশেকে যেসকল দেশের সাথে এক জোন বললেন, এই রমযানে কি আপনি বা আপনার দল ঐ সকল দেশের সাথে এক হয়ে সিয়াম রেখেছেন কি ?

আপনারা যারা লেখাটি পড়েছে, ভিডিওটি শুনেছেন আপনার মতামত দিন জনাব যা বললেন তা নিজে ও তার দল মানে কি ?

বর্তমানে “হাদিসের পরিবার”; সহীহ হাদিসের অনুসারী; আরও কিছু দলের নামধারী কতক আলেমরা-অঞ্চল, অঞ্চল, অঞ্চল, চঁন্দ্র ভু-খন্ড, চাঁন্দ্র জোন বলে মুখে ফেনা তুলে ফেলেছে!!!

বলুন , আপনি যে অঞ্চলে বাস করেন তা কোন কোন দেশ নিয়ে গঠিত ?

আপনি বা আপনার দল অঞ্চলের সকল দেশের সাথে এক হয়ে কি সিয়াম-ঈদ পালন করেন ? না অঞ্চলের কোন দেশের ১দিন আগে বা ১ দিন পরে করেন ?

জবাব শুনে দেখুন তারা তাদের বক্তবের স্ব-বিরোধী হয় কিনা ?

Vedio - https://www.facebook.com/video.php?v=576930569113204 (pls click & listen )

বিষয়: বিবিধ

৯৭২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328103
০১ জুলাই ২০১৫ রাত ০২:৪৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চেষ্টা করলে হয়ত আবার নতুন ফেতনা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। দেখা যাক কি হয় ভবিষ্যতে..আপনি লিখতে থাকুন.. অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File