আলেমরা একই দিনে সিয়াম-ঈদের পক্ষে !
লিখেছেন লিখেছেন সত্যের ২৫ জুন, ২০১৫, ০৯:৩২:০৫ সকাল
অনেক আলেম সারা বিশ্বে যে দেশে প্রথম চাঁদ দেখা যাবে তাঁর সংবাদের ভিত্তিতেই একযোগে বিশ্বব্যাপী সিয়াম শুরু হবে এর পক্ষে ।
ইমান আবু হানিফা (রাহিঃ), ইমাম মালেক (রাহিঃ), ইমাম আহমেদ বিন হাম্বল (রাহিঃ), ইবনে বায (রাহিঃ), নাসিরুদ্দীন আলবানী (রাহিঃ), উসাইমী (রাহিঃ);
বলেছেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ।
(কিন্তু আলোর মুখ দেখতে পায় নাই, প্রত্যেক দেশের খারেজী আলেম ও শাষক দলের হেলাল কমিটির বিরোধিতার কারনে)
আমি, আপনে যদি কোন বান্দার কারনে নিজেই শুরু না করি তাহলে শরিয়াতের এ বিধান কোন দিনও বাস্তবায়িত হবে না ।
তাই নিজে সঠিকটা জেনে আজই শুরু করব আর অন্যদেরকে জানাবো । তাহলে কোন একদিন আল্লাহ চাইলে বাস্তবায়িত হবেই । ইন-শাআ-আল্লাহ !
শায়েখ আকরামুজ্জান বলেছেন কিন্তু নিজে পালন করেন না, বিরোধিতা করেন !!! জনাব আরোও বলে আজও নাকি সিরিয়া সৌদির ১ দিন আগে সিয়াম শুরু করে । আপনারা সিরিয়ার সংবাদ নিয়ে বলুন জনাব কি সঠিক বলেছে ?
https://www.facebook.com/539232086216386/videos/575431829263078/ (pls click & listen)
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলমান প্রত্যেক দেশেই কম বেশী আছে সেটা মুসলিম দেশ হোক বা অমুসলিম দেশ ।
মুসলমানদের মধ্যে বিভাজন সবচেয়ে বেশী বলে মুসলমানেরা কখনও দেশের উর্ধ্বে ধর্মকে স্থান দিতে পারে নাই । উপমহাদেশের মুসলমানদের সাথে আরবের মুসলমানেরা কি হৃদ্যতাপূর্ণ ব্যবহার করে ?
উচিত ছিল যে সৌদি আরবই এরকম কিছু একটা লিড দেবে ধর্মের ব্যাপারে । কিন্তু তারা তো ইহুদী লবী থেকে বের হতেই চায় না ।
ইন শা আল্লাহ , সামনে এরকম একটা সিস্টেম চলে আসবে ।
উসাইমীন হবে মনে হয়। অনেক জটিল এবং কষ্ট সাধ্য ব্যাপার। ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন