বিশ্বের মুসলিম উম্মাহ’র সকল ইবাদত একই দিনে(৭ম)
লিখেছেন লিখেছেন সত্যের ১৬ জুন, ২০১৫, ০২:৪৪:২৩ দুপুর
সমস্যাঃ-বর্তমান সময়ের জ্ঞানীরাও এ বিষয় নিয়ে গবেষণা করছেন কিভাবে সকল ইবাদত বিশ্ব মুসলিম এক হয়ে পালন করা যায় । অনেকে আধুনিক প্রচার মাধ্যম ব্যবহার করে এ বিষয়ে লেকচার, বইয়ের মাহ্যমে প্রচারনা চালাচ্ছে ।
সকলের প্রচারনায় দেখায় যায়-সউদির চাঁদ দেখার খবরের সাথে মিলিয়ে এক করতে চান ! কেন ?
তারিখ চাঁদের উদয়ের সাথে সম্পর্কযুক্ত । মাসের প্রথম দিনের চাঁদ পশ্চিম আকাশে উদিত হয় । সৌদির পশ্চিমের দেশগুলতে আগে চাঁদ দেখা যাবে । প্রথম চাঁদ যে দেশে দেখা যাবে তাদের সাথে এক হওয়া উচিত নয় কি ? তাছাড়া শরীয়ায় সৌদিকে মানদ্বন্দ করার কোন দলিল আছে কি ?
সমাধানঃ-আল্লামা শায়খ আব্দুল্লাহ বিন বায (রহ.)
একই দিনে সারাবিশ্বে ঈদের প্রবক্তাদের কেউ কেউ মক্কা শরীফে চাঁদের সঙ্গে মিল রেখে ঈদ ও সাওম পালনের যে মত ব্যক্ত করেছেন । কিন্তু খোদ সৌদি আরবের সাবেক প্রধান মুফতি আল্লামা শায়খ বিন বায (রহ.) এটি নাকচ করেছেন ।
তিনি বলেন: ‘বিশেষ করে মক্কার চাঁদ দেখাকে ভিত্তি করে যারা সারা
দুনিয়ায় রামাযান ও ঈদের ফায়সালা করতে বলেন,
***তাদের এ মতের কোন ভিত্তি ও দলীল নেই ।
আর তা হলে অবস্থা এ রূপ হবে যে, মক্কায় চাঁদ দেখা না-হলে, অন্য অঞ্চলের লোকেরা চাঁদ দেখলেও তাদের উপর সাওম ফরজ হবে না’- (আল বা’সুল ইসলামী: জিলহজ্ব ১৩৯৯, সূত্র: ইসলামী মাহ, মওলানা ইয়াক‚ব ঈসমাইল দেওবন্দী, পৃ. ১৩১)
******সুতরাং স্পষ্টভাবে সহীহ সমাধান হল বিশ্বের যে দেশ থেকে প্রথম চাঁদ উদয়ের খবর পাওয়া যাবে তার ভিত্তিতেই একযোগে বিশ্বব্যাপী হিজরী মাস সুরু করতে হবে । এটাই শরিয়ার দাবী ও সময়োপযোগী বাস্তব গ্রহণযোগ্য পদক্ষেপ******
সুতরাং যারা সৌদি সাথে এক হওয়ার কথা বলেন বিষয়টি ভেবে দেখুন । মুসলিম উম্মার কেন্দ্র মক্কার ইসলামিক চিন্তাবিদেরকে বিষয়টি পর্যালোচনার দাবি রাখে ।
***মক্কা ইসলামের কেন্দ্র হিসাবে আমরা বিশ্বের মুসলিম উম্মাহ থেকে একজন খলিফা (যে সহিহ শরীয়া জ্ঞানের অধিকারী) মেনে তার কেন্দ্রীয় কার্যালয় সউদিতে করতে পারি । তার অধিনিস্থ বিভিন্ন দেশের গভর্ণর (প্রত্যেক দেশে একজন) বানাতে পারেন । বিশ্বের যে দেশে প্রথম চাঁদ দেখা যাবে ঐ দেশের গভর্ণর খলিফাকে জানাবে ।
খলিফা অধুনিক প্রচার যন্ত্রের মাধ্যমে প্রথম চাঁদ দেখার খবর বিশ্ব বাসীর নিকট প্রচার করবে । এভাবে মাসের শুরু সমগ্র বিশ্বে এক সাথে করা যেতে পারে । (ইন-শাআ-আল্লাহ) ।
উক্ত খলিফা শির্ক বেদাতেরও সমাধান দিবেন । যারা এতে লিপ্ত তাদের কাছ থেকে লিখিত প্রমাণ নিয়ে সহিহ শরীয়া মতে জানাবেন এটা করা যায়েজ, এটা নাযায়েজ ।
***শুধু চাঁদ দেখার খবর হলে দেশের রাষ্ট্র প্রধান বা তাঁর অধিনস্থ কর্মকর্তাও প্রচার করতে পারবে ।
আমরা যারা পূর্বে না জানার কারনে, দ্রুত প্রচার ব্যবস্থা না থাকার কারনে ভুল করেছি তাদের প্রতি অনুরোধ রইল বিষয়টি যাচাই বাছাই করে দেখুন এবং প্রয়োজনে আপনার পরিচিত শরিয়া জ্ঞানীদের নিকট লেখাটি কপি করে দিন এবং তাদের নিকট মৌখিক না জেনে কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল চেয়ে লিখিত চান কেন একই দিনে সিয়াম শুরু এবং শেষ করে ঈদ করব না ?
আল্লাহপাক বলেন- ‘জ্ঞানীরাই চিন্তা-ভাবনা করে’ (সূরা ইব্রাহীম-৫২)
আমার সংগ্রহটি গ্রহণযোগ্য হলে জন সচেনতার জন্য প্রচার করার অনুরোধ জানাচ্ছি । আল্লাহ আমাদের সঠিক পথ বুঝার তৌফিক দিন ।
**আমীণ**
কিছু তথ্যঃ-
---চলবে---
বিষয়টি ভালকরে বুঝার জন্য ১ম অংশ, ২য়..., ৩য়......এভাবে ধারাবাহিক ভাবে মনযোগ দিয়ে পড়েন । কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন । ইন-শাআ-আল্লাহ! জবাব দেওয়া হবে ।
১ম অংশে দেখুন নামাজ কিভাবে একই দিনে হয়
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/6753/soter/65221#.VWJ70_mqooI (pls click & read)
২য় অংশে দেখুন চাঁদের দেখার হাদিস গুল কি দেশ ভিত্তিক ?
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/6753/soter/65484#.VWJ-DfmqooI (pls click & read)
৩য় অংশে দেখুন যেকোন এক দেশের প্রথম চাঁদ দেখাই বিশ্বের সকলের জন্য প্রযোজ্য হবে
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/6753/soter/65593#.VWWgPU-qooI (pls click & read)
৪র্থ অংশে দেখুন সারা বিশ্বে একই সাথে সিয়াম-ঈদ পালনের মাযহাবী মতামত
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/6753/soter/65893#.VXEOGM-qooI (pls click & read)
৫ম অংশে দেখুন যে কোন দেশে প্রথম চাঁদ দেখা অনুযায়ী বিশ্বব্যাপী হিজরী মাস শুরু না করলে বহু জটিলতা সৃষ্টি হবে
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/6753/soter/66016#.VXqG0_mqooI (pls click & read)
৬ষ্ঠ অংশে দেখুন সমস্যাঃ-ধরুন এক দেশের সাথে পৃথিবীর অন্য যে কোন স্থানের সময়ের ব্যবধান বার ঘন্টার নিচে (ধরা যাক ১০ ঘন্টা) ।
ঐ দেশে যখন সন্ধ্যা তক্ষণাৎ ১ম চাঁদের খবর প্রচার করা হলে অন্য দেশে তখন সুবহে সাদিক হবে । রমযানের তারাবী, সেহেরী, নিয়ত অন্য দেশের লোকেরা কিভাবে করব ?
এর সমাধানঃ-
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/6753/soter/65995#325219 (pls click & read)
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন