নাস্তিকদের ওপেন চ্যালেন্স

লিখেছেন লিখেছেন সত্যের ১২ মে, ২০১৫, ০৬:২৭:৪০ সন্ধ্যা



তোমরা বল সৃষ্টিকর্তা নেই!!!

তাহলে কার হুকুমে, কোন শক্তি, (ভুমিকম্প) সারা দেশে ঝাকুনি দেয় ?

পারলে থামাও! পারবে না ।

শুধু হিমালয় পর্বতকে দৈহিক শক্তি দিয়ে দেশের সকল নাস্তিকরা মিলে নাড়াও দেখি......পারবে কি??????????

এখনও সময় আছে খাটি তাওবা করে ঈমান আন ।

বিষয়: বিবিধ

৯৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319635
১২ মে ২০১৫ রাত ০৯:১২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : তা হলে কার হুকুমে আপনি যখন খিচে হাত মারেন?
১৮ মে ২০১৫ দুপুর ০৩:৫২
261927
সত্যের লিখেছেন : ????
319641
১২ মে ২০১৫ রাত ১০:০১
হতভাগা লিখেছেন : ওরা বধির , ওদের কানে এসব পৌছায় না ।
১৮ মে ২০১৫ দুপুর ০৩:৫১
261926
সত্যের লিখেছেন : ঠিক বলেছেন
320050
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।
১৮ মে ২০১৫ বিকাল ০৪:২৯
261933
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নাস্তিকদের অনেক প্রশ্নে উত্তরে আমরা বিব্রত হই, অপারগতা প্রকাশ করি এবং বিভ্রান্ত হই। তবে হতাশ হওয়া যাবে না। কারণ বর্তমান বিশ্বে যত বড় বড় নাস্তিক আছে, তার চাইতেও আরো বড় বড় নাস্তিক এবং খোদ্রাদ্রোহী অতীতে ছিল, বর্তমানেও আছে। এর উত্তর দেয়ার জন্য আমাদের জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। এক একজনকে গড়ে তুলতে হবে ডা.জাকির নায়েক, আহমেদ দীদাত, আল্লামা মওদুদী (র), আল্লামা সাঈদীর এবং বড় বড় ইসলামিক স্কলারদের মত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File