এরা কোন গোয়েন্দা পুলিশ......?
লিখেছেন লিখেছেন সত্যের ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৩১:০৫ রাত
সকল মার্কেটের সামনে, রাস্তায় মাইক্রোবাসে পিস্তল, ওয়াল্লেছ হাতে কিছু গোয়েন্দা পুলিশ দেখা যায় । এরা কোন ব্যবসায়ীকে টার্গেট করে, কাছে ডেকে তল্লাশী করে । এক পর্যায়ে তাদের হাত থেকে তল্লাসীতে সামান্য গাজা, ইয়াবা......বের হয়ে আসে । যা ঐ ব্যবসায়ী নিজে ব্যবহার করে না, ব্যবসাও করে না । ব্যবসায়ীকে মাইক্রোবাসে উঠীয়ে অন্য গোয়েন্দাকে বলে, মাদকদ্রব্য ব্যবসায়ী মামলা করার জন্য । আরো নানা ভাবে ভয় দেখায় ।
ব্যবসায়ী বলে মার্কেট কমিটির কাছে চলুন বা আমার দোকানে চলুন । দেখেন আমি কোন ব্যবসা করি । যত কথাই বলে না কেন, কোন কথায় না শুনে আরো ভয় দেখিয়ে বলে, বেশি কথা বললে গুলি করে মেরে ফেলে দিব । গাড়ী টান দিয়ে অন্য জায়গায় নিয়ে যায় ।
তারপর বলে, মোবাইলে তোর ঘনিষ্ট একজনকে কল করে বল ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ হাজার......টাকা নিয়ে আমাদের ঠিকানায় আসতে, কোন ছলচাতুরী করলে, ফায়ার করব ।
এভাবে টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দেয় ।
এরা কোন ধরনের গোয়েন্দা পুলিশ । সকল ব্যবসায়ীরা সাবধান থাকবেন ।
***এ রকম ঝামেলায় পড়লে, কোন গাড়ীতে উঠতে বললে চেচামেচি করে আশেপাশের লোকজনকে জড় করবেন ।
***আর দর্শক আপনার মোবাইলে ভিডিও করে গোয়েন্দাদের চেহারা, গাড়ীর নাম্বার তুলে রাখবেন ।
***নিকটস্থ থানা, র্যাবকে ফোন করবেন ।
***পুলিশ, র্যাব না আসা পর্যন্ত কারো সাথে যাবেন না ।
বাস্তবতার আলোকে সচেতনতা মুলক পোষ্ট । শেয়ার করুন!
বিষয়: বিবিধ
৭৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন