তথ্য দিনঃ ঘটনাটি ‘সত্য’ না ‘মিথ্যা’ এবং কোথায় আছে !!!

লিখেছেন লিখেছেন সত্যের ১২ এপ্রিল, ২০১৪, ০৯:২৩:১৬ সকাল

বিস্‌মিল্লাহির রাহমানির রাহিম

আস্‌সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ ।

একটি ঘটনা শুনতে পেলাম যে,

(সংক্ষেপে)...... জিব্রাইল (আঃ) মানুষের রুপে এসে আবু বকর সিদ্দিক (রাঃ) কে জিজ্ঞাসা করেন,

বলেনতো জিব্রাইল এখন কোথায় ?

আবু বকর (রাঃ) বলে একটু সময় দাও । জিব্রাইল (আঃ) বলে সময় দিলাম ।

আবু বকর (রাঃ) চক্ষু বন্ধ করে সাত আসমান, সিদ্রাতুল মোমতাহা, বেহেস্ত, দোযখ সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুজেও জিব্রাইল (আঃ) কে পেলেন না ।

পরে প্রশ্নকারিকে বলেন, তুমিই জিব্রাইল (আঃ) ।......

প্রশ্নঃ ১) ঘটনাটি “সত্য” না “মিথ্যা”

কুরআন ও সহিহ হাদিসের আলোকে পূর্ণাঙ্গ দলিল (সূরার নাম, আয়াত নং । হাদীস গ্রন্থের নাম, খন্ড, আধ্যায়, পৃষ্ঠা, হাদীস নং, অনুবাদকের নাম, প্রকাশনীর নাম, কত সংস্করণ) উল্লেখ করে লিখিতভাবে জানাবেন ?

প্রশ্নঃ ২) ঘটনাটি কোন গ্রন্থের পূর্ণাঙ্গ দলিল (গ্রন্থের নাম, খন্ড, আধ্যায়, পৃষ্ঠা, অনুবাদকের নাম, প্রকাশনীর নাম, কত সংস্করণ) লিখিতভাবে জানিয়ে সমাধান দিলে উপকৃত হব ।

আল্লাহ সুব্‌হানাহু ওয়া তা’য়ালা আপনাকে সহীহ সমাধান দেওয়ার তাওফিক দিন ।

জাযাকাল্লাহু খাইরান ।

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206358
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৪
বেআক্কেল লিখেছেন : এক্কেবারে ডাহা মিথ্যা কথা, কোন পীরের মুরীদ এই ডাহা মিথ্যা কথা বইলছে, ল্যাংটা কইরা তারে পিটান, না পাইরলে আমারে কন, ভাড়া করা ছাত্রলীগের নেতা পাঠামু।
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৬
155128
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ভাল করে কোরান হাদিস পড়লে হবেনা, ইসলামের ইতিহাস জানা চাই,
খোলাফায়ে রাশেদিনের জীবনী, মুসতাহেদীনের জীবনী,মুসলিম ইমামগনের জীবনী, যারা এই দেশে ইসলাম প্রচার করতে এসেছেন যাদের ইসলাম প্রচারে বাংলাদেশে আনাচে কানাচে আজ মুসলমানের প্রসার, তাদের জীবনী এমনকি বড় হলে আপনার বাবার জীবনীও জানা চাই কিংবা পড়া চাই,
জীবনী গুলো ব্যবসায়ীরা কিংবা রাজনীতিবীদ তারিক জিয়া কিংবা জয় লেখেননি লেখেছে ওলামায়ে কেরাম বুজুর্ব ব্যক্তিবর্গ,
সুতরাং জীবনীতে খোলাফায়ে রাশেদীনের কেরামত থাকলে সেটা খুব ভাল ভাবে পড়ার পরে মন্তব্য করা ভাল মানের কাজ, বেপাষ মন্তব্য করা ভাল নয়,
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২২
160522
সত্যের লিখেছেন : মিথ্যা বলেছেন দলিল দেন নাই । লেখায় স্পষ্ট করে দলিল দিতে বলা হয়েছে জনাব বেআক্কেল ।

সকল কিছুই কুরআন ও সহীহ হাদিস দ্বারাই যাচাই করতে হয় ফারুক ডেফোডিল । অবশ্যই কুরআন হাদিস জানলেই হবে !!!
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৩
160841
বেআক্কেল লিখেছেন : বাউরে বাউ, কি মুছিবতে পড়লাম, জীবনভর হুনছি সত্য কথার দলিল দিতে হয়, এখন হুনছি মিথ্যা কথারও দলিল লাগবে।

আরে ঘটনাটাই তো মিথ্যা কথা পুরা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এই জাতের ঘটনা দুনিয়াতে ঘটে নাই, তাহলে দলিল দিমু কোনহান থেইকা! আমনের যদি আমার কথায় সন্দেহ হয়, তাইলে আমনে হাঁছা কথার দলিল দেন।

আমার মনে আছিল দুনিয়াতে মনে হয় আমিএ একেলা বে আক্কেল, এখন দেখছি ওমা! এটাও মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা।
206363
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১২
বিন হারুন লিখেছেন : ঘটনাটি যার থেকে শুনেছেন তার কাছেই প্রশ্ন রাখা উচিত. অন্যজনের কথা উত্তর আমি দেব কেবা করে?
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৬
155123
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হারুন ভাই ঠিকই বলেছেন, অযথা ফ্যাসালে না গিয়ে যার থেকে শুনেছেন তার কাছেই ঘটনাটি ভাল ভাবে জানা যাবে,
আমাদের জীবনে অনেক হাদিস পড়েছি, অনেক হাদিস কোরান ওস্তাদের কাছ থেকে শুনেছি,
বলা রাখা ভাল যে দেশের মানুষের অধিকাংশই কোরান হাদিস বুঝেনা তারা কোন আলেম ওলামা থেকে শুনে থাকেন,
তারাও কোরান হাদিসের রেফারেন্স দিয়ে থাকেন,
হঠাত করে কোন একটা ঘটনার রেফারেন্স খুজে বসলে হয়তো এখন রেফারেন্সটার কথা মনে না থাকতে পারে,
তাই তার অর্থ এই নয় যে ঘটনাটি ডাহা মিথ্যা,
আমি এই ধরনের কথা বলবো কখন জানেন যখন আমি কোরান হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দলিল আমার মুখস্ত থাকবো তখন,
তাই হঠাত বেপাষ মন্তব্য করতে নেই, যারা করে তারা অজ্ঞ, ফ্যাসাদে লিপ্ত
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৫
160523
সত্যের লিখেছেন : লেখক খিজে পাচ্ছে না এবং বক্তাও জানাতে পারছে না । তাই গণ-মাধ্যমে ।

আপনার দলিল জানা থাকলে জানান না পারলে চুপ থাকুন । বার্তি পেচার করবেন না ।
২৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
160605
বিন হারুন লিখেছেন : এসব আবোল তাবোল কথা কে বলেছে তার নামও উল্লেখ করলেন না. লিঙ্কও দিলেন না. ভাল সত্য কিছু লিখতে পারলে লিখবেন না হয় চুপ থাকাই ভাল
206372
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৩
শফিউর রহমান লিখেছেন : ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত।
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৮
155124
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : শফিউর রহমান ভাই, আস্সালামু আলাইকুম,
কেমন আছেন ভাই,?
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
155206
শফিউর রহমান লিখেছেন : ওয়া আলাইকুম আচ্ছালাম। আমি ভাল আছি। আপনি কেমন?
মাফ করবেন, আপনি কি আমাকে জানেন? ধন্যবাদ।
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২০
160808
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে আমি অনেক আগেই থেকেই জানি,
আপনি হলেন সোনার বাংলাদেশ ব্লগের এক নিষ্ট ব্লগার,
আপনাকে আমি সেখানে শ্রদ্ধা করতাম,
এখানে পেয়ে আপনাকে আমি দারুন খুশি,
আমার নাম ছিল মোহাম্মদ ওমর ফারুক পরবী
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
161019
শফিউর রহমান লিখেছেন : মা-শা-আল্লাহ! ধন্যবাদ আপনাকে।
206416
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৯
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : লেখক ভাইকে বলি আপনি অযথা খুজাখুজি না করে দোকানে ভাল মানে হযরত আবু বকর (রা)এর জীবনী পাওয়া যায়, হয়তো সেখানে সব কিছু দেয়া থাকতে পারে, যদি মনে করেন উক্ত ঘটনাটি নেই তাহা উক্ত ঘটনাটি ঘটেনি, যদি থাকে তাহলে গটনাটি সত্য, যদি সত্য হয় তাহলে সেখানে রেফারেন্সোও হয়তো দেয়া থাকতে পারে,
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৭
160526
সত্যের লিখেছেন : আপনি পড়ুন পেলে জানাবেন । আমিও খুজছি
206490
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪০
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : ডাহা মিথ্যা কথা
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৮
160527
সত্যের লিখেছেন : দলিল দিয়ে প্রমান করুন ।
২৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০২
160608
বিন হারুন লিখেছেন : যে জিনিষ থাকেনা তার দলিল পাবে কোথায়? আপনাদের জমি নাই দলিল থাকার প্রশ্নও আসে না.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File